ডিমলায় মানবিক সংস্থার বিনামূল্যে চক্ষু শিবির

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
চোখ অমূল্য সম্পদ, আপনার চোখের যতœ নিন এবং অন্ধত্বের অভিশাপ থেকে মুক্ত হোন এই শ্লোগানে নীলফামারীর ডিমলার খগাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদে রবিবার(১১ ডিসেম্বর)সকাল থেকে দিন ব্যাপী চক্ষুরোগীদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়।বিনামূল্যে এই চক্ষু শিবিরে উপজেলার প্রায় দুই সহ¯্রাধিক রোগী তাদের চোখের বিভিন্ন সমস্যা নিয়ে চক্ষু শিবিরে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পত্র,ছানি অপারশেন ও লেন্স স্থাপন ও রেফারেল সুবিধা পেয়েছেন বলে জানিয়েছে শিবিরে আগত সেবা গ্রহীতা গণ। বে-সরকারী প্রতিষ্ঠান আই কেয়ার প্রজেক্ট মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)’র উদ্যোগে ও সফিউদ্দিন আহম্মেদ ফাউন্ডেশন ও খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসরাম লিথনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় বিনামূল্যে এ চক্ষু শিবির। এ চক্ষু শিবির থেকে চক্ষু রোগীদের পরীক্ষা নিরীক্ষা শেষে ২০০ রোগীকে সনাক্ত করা হয়েছে। তাদেরকে পর্যায়ক্রমে সফিউদ্দিন আহম্মেদ ফাউন্ডেশন,ঠাকুরগাঁও নিয়ে গিয়ে বিনামূল্যে তাদের ছানি অপাররেশন করে উক্ত সংস্থার ব্যয়ে রোগীদের নিজ ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে। শিবিরে ৩০০ রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে চসমা প্রদান করা হয়েছে সম্পূর্ন বিনামূল্যে। এছাড়াও প্রায় ১৫০০ রোগীর চক্ষু পরীক্ষা করে তাদেরকে চিকিৎসা পত্র নিয়ে রেফার করা হয়েছে বলে জানান আই কেয়ার প্রজেক্টের প্রোগাম অফিসার ফয়সাল মাহামুদ । তিনি বলেন, এ চক্ষু শিবিরে ৪ জন নার্স ,৪ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার,২ জন চোখ স্ক্রেনিং স্পেশালিস্ট ও স্থানীয় ল্যাম্প-প্লান পার্টনারশিপ সংস্থার শো প্রকল্পের ১২ জন ভলান্টিয়ার এক যোগে কাজ করেছেন। ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন বলেন, মূলত তরিকুল গনি ও তার ছোট বোন নেন্সি রহমানের প্রেরনায় এ চক্ষু শিবির এর আয়োজন করা সম্ভব হয়েছে। চক্ষু শিবিরে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ আব্দুস সামাদ, ডাঃ ফজলুল হক, ডাঃ কামরুজ্জামান ও ডাঃ মুস্তারিয়েল জান্নাত উপস্থিত ছিলেন। সকালে এ শিবিরের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন মানবিক সাহায্য সংস্থার সভাপতি ফিরোজ এম হাসান, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম (লিথন) ও উক্ত সংস্থার নির্বাহী সদস্য তারিকুল গনি ও নেন্সি রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ অঞ্চলের শত শত মানুষ অর্থ.পুষ্ঠিহীনতা ও সচেতনতার অভাবে চোখে ছানি থাকলেও অপরেমনের অভাবে অল্প দিনে ও অল্প বয়সে অন্ধ হয়ে যায়। ফলে এই অন্ধত্ব থেকে রক্ষার প্রয়াস নিয়ে এ চক্ষু শিরিবের আয়োজন করা হয়।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 7283252593618778241

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item