রাজনৈতিক দলকে আর দাড়িপাল্লা প্রতীক নয়: সুপ্রিম কোর্ট

ডেস্কঃ
কোনো রাজনৈতিক দল যেন আর তাদের মার্কা হিসেবে ‘ন্যায়বিচারের প্রতীক’ দাড়িপাল্লা ব্যবহার করতে না পারে, সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিতে যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গতকাল সোমবার বিকালে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ মঙ্গলবার জানান।

তিনি জানান, প্রধান বিচারপতি এস কে সিনহার সভাপতিত্বে সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারকরা ওই সভায় উপস্থিত ছিলেন।

ন্যায়বিচারের প্রতীক দাড়িপাল্লা বাংলাদেশে সুপ্রিম কোর্টেরও মনোগ্রাম। এই প্রতীক যেন কোনো রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া না হয়, সে বিষয়ে নির্বাচন কমশিনকে চিঠি দেওয়া হবে। আগামীকাল বুধাবার আমরা চিঠি পাঠাব।”

বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামী এক সময় ‘দাড়িপাল্লা’ প্রতীক নিয়ে নির্বাচন করেছে। ২০০৮ সালের ৪ নভেম্বর ওই প্রতীকেই দলটিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দলীয় গঠনতন্ত্রের কারণে উচ্চ আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন অবৈধ হয়ে গেছে। 

পুরোনো সংবাদ

প্রধান খবর 8485880182789565604

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item