ইউএনও পদত্যাগ, ওসি বিপক্ষে, তবুও থেমে নেই

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় টিকেটের বিনিময়ে শুরু হয়েছে “ নেকমরদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট” । এমতাবস্থায় নেকমরদ গোল্ডকাপ ফুটবল টুর্নান্টের  খেলা কমিটির সভাপতি থেকে পদত্যাগ করেছেন উপজেলা নির্বাহী আফিসার খন্দকার মোঃ নাহিদ হাসান। এলাকার পরিস্থিতি , জেএসসি পরীক্ষা কেন্দ্রেই খেলার ভ্যেনু ও প্রশাসন এসব কারো তোয়াক্কা না করে  আশংকা আর অনিশ্চয়তার মধ্যদিয়ে গত ২৯ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধন করেন এমপি ইয়াসিন আলী । টিকেট ছাড়াই খেলা চালানোর কথা থাকলেও , পরে টুর্নামেন্ট কমিটি ১০, ২০ ও ৩০ টাকা মূল্যের টিকেটের বিনিময়ে খেলা শুরু করে । এতে এলাকার সাধারণ মানুষের মনে,বিভিন্ন মহলে এমন কি থানা প্রশাসনেও ক্ষোভ দেখা দিয়েছে।  খেলা দেখেছেন এবং দেখবেন এমন অনেক সাধারণ দর্শক এমনকি বাদাম বিক্রেতারাও টিকেটের হাত থেকে রেহাই পাননি। এলাকার মানুষ তাদের আপত্তির কথা বলেছেন । এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগ সম্পাদক তাজউদ্দিন বলেন, এখন গ্রামের মানুষের যা অবস্থা তাতে এত বেশি মূল্যের টিকেট করা মোটেও ঠিক হয়নি ,আমি এর বিপক্ষে । থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, টিকেট দিয়ে খেলা তো দূরের কথা , ওই খেলার ব্যাপারেই আমার কোন সম্মতি নাই এবং তাতে আমার কোন সংশ্লিষ্টতাও নাই । ইউএও খন্দকার মোঃ নাহিদ হাসান বলেন, টিকেটের বেশি মূল্যের ব্যাপারে আমারও আপত্তি ছিল কিন্তু কি করবো, আমি খেলা কমিটির সভাপতি থেকে পদত্যাগ করেছি (০২-১১-১৬) । তবে টিকেটের ব্যবস্থপনার বিষয়টি আমি নিয়ন্ত্রণে রেখেছি ।  যেখানে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা গ্রামের হত দরিদ্রদের জন্র ১০ টাকায় চাল দিচ্ছেন সেখানে ২০/৩০ টাকা দিয়ে টিকেট কিনে খেলা দেখা, এটা আমরা সমর্থন করিনা এমনটি ছিল প্রত্যক্ষদর্শীদের ভাষ্য। এদিকে টুর্নামেন্ট কমিটির সম্পাদক নজিবুল হাসান বলেন, আমরা কমিটির সিদ্ধান্তে এই টিকেটের ব্যবস্থা করেছি , তবে টিকেটের বিষয়টা ইউএনও স্যারের হাতেই আছে ।এ নিয়ে এলাকাই ব্যাপক  সমালোচনা চলছে । কোন অলোকিক ক্ষমতায় নিজেদের জাহির করতে এমন একটি খেলাকে সাধারণ মানুষ বিশেষ করে পরীক্ষার সময়ে চালাচ্ছেন অবাধে(?) জানতে চায়  সাধারণ মানুষ।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 6240439557077936073

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item