সৈয়দপুরে বোতলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর লক্ষ্যে টিফিন বক্স বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ওই টিফিন বক্স বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী -৪  (সৈয়দপুরÑকিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী ও উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফা আখতার।
বোতলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. হামিদুর রহমান এতে সভাপতিত্ব করেন ।
 অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শ্রী প্রফুল্ল চন্দ্র রায়।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. আহাদ আলী, মো. তৈয়ব আলী ফকির, সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল, বাঁশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো. জোবায়দুর রহমান শাহীন, বানিয়াপাড়া আজিজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি সাংবাদিক এম ওমর ফারুক প্রমূখ। গোটাঅনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল মালেক।
শেষে প্রধান অতিথি আলহাজ্ব মো. শওকত চৌধুরী বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একটি করে নতুন টিফিন বক্স তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সোয়া তিন শত শিক্ষার্থীর মধ্যে টিফিন বক্স বিতরণ করা হয়েছে।
এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়াও বিদ্যালয়ের এসএমসি’র সদস্যবৃন্দ, বিপুল সংখ্যক মা অভিভাবকেরা, শিক্ষক-শিক্ষিকা  ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।   

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3769851447114099287

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item