সৈয়দপুরে হোমিও চিকিৎসার আড়ালে অসামাজিক কার্যকলাপ-তিনজনের কারাদন্ড

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

 সৈয়দপুরে হোমিও চিকিৎসার আড়ালে অসামাজিক কার্যকলাপের দায়ে এক হোমিও চিকিৎসক ও খদ্দেরসহ তিনজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছলেহ মো. মুসা জঙ্গী দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত হোমিও চিকিৎসক মীর সমশের আলী বকুল শহরের পুরাতন বাবুপাড়ার মৃত. ডা. সুরত আলীর ছেলে ও সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিক্যাল অফিসার এবং মোছা. সাথী ঢাকার শ্যামপুর থানার জুরাইন এলাকার মৃত. সামাদের মেয়ে ও খদ্দের বাবুল হোসেন দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নে জানিপুর গ্রামের মো. তছির উদ্দিনের ছেলে পেশায়  জনস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস্’র রিপ্রেজেন্টিটিভ বলে জানা গেছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শহরের শহীদ তুলশীরাম সড়কে (দিনাজপুর রোড) মুকুল হোমিও হল নামের একটি হোমিও চিকিৎসালয় রয়েছে। ওই চিকিৎসালয়ে চিকিৎসক হচ্ছে ডা. মীর মো. সমশের আলী বকুল। তিনি দীর্ঘদিন যাবৎ হোমিও চিকিৎসার আড়ালে বিভিন্ন জায়গায় থেকে সুন্দরী নারীদের এসে অসামাজিক কার্যকলাপ (দেহব্যবসা) পরিচালনা করে আসছিল। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে ষৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী পুলিশ সদস্যদের নিয়ে মুকুল হোমিও হলে অভিযান চালায়। অভিযানকালে ওই হোমিও হলের ভেতরে  মোছা. সাথী (২৭) ও মো. বাবুল হোসেনকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করেন। এ সময় হোমিও চিকিৎসার আড়ালে অসামাজিক কার্যকলাপ পরিচালনার সঙ্গে জড়িত থাকায় চিকিৎসক মীর সমশের আলী বকুলকে (৪৭) আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।  সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম অসামাজিক কার্যকলাপের জতিড় থাকার দায়ে ভ্রাম্যমান আদালতে তিনজনের কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5661055751100534201

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item