সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

ব্রাক্ষনবাড়িয়ার নাসিরনগরে সংখ্যা লঘু সম্প্রদায়ের মন্দির ও লোকজনের বাড়িতে হামলার প্রতিবাদের সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সৈয়দপুর শাখার উদ্যোগে ওই কর্মসূচি পালন করা হয়।
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ঘন্টাব্যাপী অবস্থান কর্মর্সূচি পালন করা হয়েছে। এ কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, সংখ্যালঘু নেতা কার্ত্তিক চন্দ্র রায়, সৈয়দপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর কণিকা রানী চক্রবর্তী প্রমূখ।
এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সব কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী বিপুল মানুষ অংশ নেন।   

পুরোনো সংবাদ

নীলফামারী 1026921885398272526

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item