সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক জুলফিকার আলীর ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক জুলফিকার আলী ভুট্টো হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার(৪ নভেম্বর) দুুপুরে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি বাবা-মা, ৪ভাই, ৪ বোন, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সন্তানসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব,শুভাকাঙ্খী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল (শনিবার) সকাল সাড়ে ৮টায় মরহুমের কর্মস্থল সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত  হয়েছে। এতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং সৈয়দপুর সেনানিবাসে স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবির এএফডব্লিউসি, পিএসসি, প্রো- প্রিন্সিপাল মো. আব্দুস সাত্তার, উপাধ্যক্ষ (কলেজ শাখা) মো. আবু রায়হান আল বেরুনী, উপাধ্যক্ষ (স্কুল শাখা) মো. নজরুল ইসলামসহ সকল শিক্ষক-শিক্ষার্থী,কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
 পরে সকাল সাড়ে নয়টায় মরহুমের গ্রামের বাড়ি সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের ময়দানপুর ঈদগাহ্ মাঠে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উক্ত পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত নামাজে জানাজায় মরহুমের সহকর্মী,আত্মীজস্বজনসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. শওকত চৌধুরী,ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এবং সৈয়দপুর সেনানিবাসে স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম শেফাউল কবির এএফডব্লিউসি, পিএসসি, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাওয়াদুল হক সরকার,ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলার খাতামধুপুর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, বদরগঞ্জের লালদীঘি পীরপাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম আইয়েল প্রমূখ।  

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4383149993721079245

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item