বর্ণাঢ্য আয়োজনে সৈয়দপুর লায়ন্স স্কুল ও কলেজে নবান্ন উৎসব পালিত


 

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের উদ্যোগে মঙ্গলবার (১৫ নভেম্বর) বাংলা ১৪২৩ বঙ্গাব্দের ১ অগ্রহায়ন নবান্ন উৎসব পালিত হয়েছে। আয়োজনে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সঙ্গীতানুষ্ঠান, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
বেলা ১১টায় শহরের বিমাবন্দর সড়কের কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়।
এর আগে কলেজ চত্বরে শিক্ষার্থীদের মধ্যে তেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী গ্রাম বাংলা কৃষক-কৃষাণী,বধূসহ নানা সাজে সজ্জিত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। পরে তেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম।
 সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেয়াজুল আলম রাজু এতে সভাপতিত্ব করেন।
 স্বাগত বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান কিশোর। নবান্ন উৎসব অনুষ্ঠানটি উপস্থাপন করেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. সাজ্জাদ হোসেন।
এর আগে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত পরিবেশিত হয়।
এতে কলেজের শিক্ষক মো. জাহেদুল ইসলাম সরকার জাহিদ,বিদ্যালয়ের শিক্ষিকা  সুফিয়া বেগম শিল্পী কমর মোস্তারী পারভেজ ও শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 2802900342513168119

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item