সৈয়দপুরে দুই গাঁজাসেবীর সাজা

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

 সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে দুই গাঁজাসেবীর তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনেরকরে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতে বিচারক নির্বাহী শ্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী ওই আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হচ্ছে সৈয়দপুর শহরের টেকনিক্যাল কলেজপাড়া মো. আব্দুস সাদামের ছেলে মো. রহমত আলী(২৭) ও নতুন মুন্সিপাড়ার মৃত. নেসার আহমেদের ছেলে মো. সাঈদ (৩২)। এদের মধ্যে রহমত আলী তাৎক্ষিনিকভাবে জরিমানা তিন টাকা দিয়ে মুক্তি পান। কিন্তু  মো. সাঈদ জরিমানা অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে,ঘটনার দিন সাজাপ্রাপ্ত রহমত আলী ও সাঈদ শহরের নিচু কলোনী এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবন করছিল। গোপন খবরের ভিত্তিতে সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অলকান্ত রায় সঙ্গীত পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গাঁজা সেবন অবস্থায় তাদের হাতেনাতে আটক করেন। পরে তাদের উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতের বিচারকের সামনে তারা উভয়ে গাঁজা সেবনের কথা স্বীকার করেন। পরে আদালতের বিচারক তাদের ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(খ)ধারায়  অপরাধে তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১৫ দিনের করে কারাদন্ড দেন।
 সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তির সাজার বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7147706656594607638

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item