ডোমার-চিলাহাটিতে ধানের দাম ভাল, কৃষকের মুখে হাসি

আবু ছাইদ ঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে আমন ধানের ফলন এবং দাম ভাল থাকায় কৃষকদের মুখে দেখা যাচ্ছে হাসি ।বিভিন্ন হাট-বাজার ও ধান ক্ষেত ঘুরে দেখা গেছে, কৃষকদের হাসি, আনন্দ, উৎসাহ এবং উদ্দিপনা। আবহাওয়া ভাল থাকায় চলতি আমন মৌসুমে কৃষকদের ধানের ফলন ভাল হয়েছে। কৃষকদের সাথে কথা বললে তারা জানান, অন্যন্য বছরের চেয়ে এবারে বাজারে ধানের দাম ভাল আছে এবং তারা এ দাম পেয়ে বেশ খুশি।বর্তমানে উপজেলার কৃষকরা ধান কাটা এবং মাড়াইয়ের কাজে বেশ ব্যাস্ত সময় পার করছে। কৃষকরা বলেন, শ্রমিকদের অভাবে অনেকেই এখনও ধান কাটা শেষ করতে পারেনি। অবশ্য তারা বসে নেই নিজেরাই ধান কাটা ও মাড়াইয়ের কাজ চালিয়ে যাচ্ছে। দেখাগেছে, উপজেলার বড় হাটগুলোয় প্রচুর ধান আমদানী হচ্ছে। কৃষক, পাইকার এবং মহাজনদের সাথে কথা বলে জানা যায়, ধানের ধরন হিসাবে প্রতিমণ ধান ৭২০ টাকা থেকে ৮০০ পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। তারা জানান, বাজারে চালের দাম ভাল এবং চাহিদা থাকায় ধানের দাম ও চাহিদা ভাল। কৃষক এবং পাইকারদের সাথে কথা বললে তারা বলেন এলাকার বাহির থেকে অটো রাইজ মালিক এবং ব্যবসায়িরা ধান ক্রয় করছে এবং সাথেই চাল হচ্ছে বলে চলতি আমন মৌসুমে কাটা এবং মাড়াইয়ের শুরু থেকেই ধানের দাম ও চাহিদা ভাল।

পুরোনো সংবাদ

নীলফামারী 2609290219805656840

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item