পীরগঞ্জে ১০ টাকার চালে ওজনে কম, ওজন পরিমাপক যন্ত্র জব্দ করলেন ইউএনও!

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ 

পীরগঞ্জে শানেরহাট ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসুচীর (১০ টাকার চাল) চাল সুবিধাভোগীদের মাঝে ওজনে কম দেয়ায় এক ডিলারের ওজন পরিমাপক যন্ত্রটি গত বুধবার বিকেলে ইউএনও জব্দ করেছেন।
জানা গেছে, উপজেলার শানেরহাট ইউনিয়নের শানেরহাট বাজারের খাদ্য বান্ধব কর্মসুচীর ডিলার আব্দুল মান্নান মন্ডল অতিদরিদ্রদের মাঝে চাল বিক্রি করছেন। তার কাছে নেয়া ওই চাল ওজনে কম হওয়ায় ইউএনও কে অভিযোগ করা হলে বুধবার ওজন পরিমাপক যন্ত্রটি জব্দ করা হয়। ডিলার আব্দুল মান্নান মন্ডল বলেন, কোন কিছুই হয়নি। ওজন মাপার মেশিনটি স্যার (ইউএনও) এমনিই নিয়ে গেছে। আজকে (গতকাল বুধবার) আনতে যাব। ইউএনও কমল কুমার ঘোষ বলেন, গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ওজন মেশিনটি এনেছি। সেটি দিয়ে মাপার পর কম-বেশী দুটোই পেয়েছি। এখন ওই ডিলার নতুন ডিজিটাল মেশিন দিয়ে চাল মেপে দিচ্ছে।

পুরোনো সংবাদ

রংপুর 3150941243897390483

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item