জ্ঞান চর্চা শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যায়.. .. রংপুর জেলা প্রশাসক

হাজী মারুফ 
রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেছেন, মেধা বিকাশের যে কোন প্রতিযোগিতা শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যায়. এজন্য শিক্ষার্থীদের সাহিত্য, সংস্কৃতি ও পাঠ্যপুস্তকের প্রতিযোগিতায়  বেশি করে  অংশ নিতে হবে। তিনি আরো বলেন, গতানুগতিক পড়ালেখার বাইরে এসে তাদের জ্ঞান আহরনের চর্চায় তাদের মনোনিবেশ করতে হবে। সবময় সাহিত্য, সংস্কৃতি, পড়ালেখা ও খেলধুলায় ব্যস্ত থাকলে খারাপ চিন্তা মাথায় ঢোকার সুযোগ পাবে না। দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০১৬ এর বিভাগীয় পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্যে এসব কথা বলেন। গতকাল রবিবার সকালে রংপুর টাউনহলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় রংপুরের আয়োজনে বিভাগীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০১৬ এর উদ্বাধন অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর এর দায়িত্ব পালন করেন প্রফেসর শাহ আলম, বিচারক ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে এম মারুফ হাসান, জেলা শিক্ষা অফিসার রোকসানা পারভীন ও বেগম রোকেয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক আজাহার আলী দুলাল। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসনে। প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে অংশ নেয় গাইবান্ধা জেলা ও রংপুর জেলার তার্কিকরা। প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮ জেলা অংশ পর্যাক্রমে অংশ নিবে। প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব আগামী ৮ নভেম্বর ২০১৬ অনুষ্ঠিত হবে। 

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 8693541892645893523

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item