মাঠে মাঠে হলদে রাঙা ধান আনন্দে ভাসছে কৃষক

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ 

আবার জমবে মেলা হাটখোলা বটতলা। অগ্রহায়ণে নবান্নের উৎসব সোনার বাংলা ভোরে উঠবে মেলায়   বিশ^ অবাক চেয়ে। কালোজয়ী এ গান গুলি হৃদয় ভরিয়ে দেয় প্রকৃতি সাজিয়ে তোলে অপরূপ সাজে। বাংলা মাস কার্তিক অগ্রহায়ণের সাথে গা ঘেষা দু মাস মিলে হেমন্তকাল। এ ঋতুতে শিশিরের মতো  নিরন্তর নবান্নর সুবার্তা নিয়ে আসে কার্তিক। ফসলের ক্ষেতে সোনালী হাসির ঝিলিক ছড়িয়ে,  বাঙ্গালির চিরায়ত ঐতিহ্য নতুন ধান কাটা ও সেই নতুন ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে রংপুরের পীরগঞ্জের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নবান্ন উৎসব। হেমন্তের কুয়াশা ভেজা ঋতুতে দিগন্ত জোড়া মাঠে থাকা পাকা ধান ক্ষেতের হলদে রং দেখে আনন্দে ভাসছে কৃষকের মন। পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের দানিশ নগর গ্রামে কৃষক আকবর আলী জানান, এ বৎসর চলতি আমন মৌসুমের ধানের ফলন প্রতি বৎসরের চেয়ে অনেক ভালো। এছাড়াও গ্রামের প্রতিটি গৃহস্থঃ বাড়িতে খোজ নিয়ে জানা গেছে বধুরা নতুন ধানের চাল নিয়ে তৈরি করছেন হরেক রকমের পিঠা, পুলি, পায়েস, খির নানা জাতের খাবার। রান্না করা হচ্ছে নতুন ধানের ভাত এবং খাওয়া হচ্ছে কৃষাণ-কৃষাণি সবাই মিলে আনন্দ ঘন পরিবেশে। নবান্ন উৎসব উপলক্ষে মেয়েকে নাইয়র আনা হচ্ছে দাওয়াত দেওয়া হচ্ছে বাড়ির জামাইকে। অনেকেই পরম করুণাময়ের শুকরিয়া আদায় করে বাড়িতে মিলাদ মাহফিল ও মসজিদে সিরনি দেওয়া হচ্ছে। অপরদিকে হিন্দু সম্প্রদায়ের লোকজন ঢাক-ঢোল বাজিয়ে নেচে গেয়ে পূজা অর্চনা করে নতুন ধানের চালের ভাত গ্রহণ করা হচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে খোজ নিয়ে জানা গেছে, বাঙ্গালীর এই প্রাণের উৎসবকে কেন্দ্র করে হা-ডু-ডু খেলা, লাঠি খেলা, রাতে আবার জারি, সারিসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সমীর চন্দ্র ঘোষের তথ্যসুত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে ২৪,৮০০ হেক্টর জমিতে আমন ধানের যে লক্ষ মাত্রা নির্ধারিত করা হয়েছিল প্রাকৃতিক পরিবেশ অনূকূল উপসহকারী কৃষিকর্মকর্তাদের সার্বিক তদারকি পার্সিং ইঁদুর দমন সরকারের ও কৃষি অফিসের সার্বিক তত্ত্বাবধায়নে সার মনিটরিং ব্যবস্থা ইত্যাদি ব্যবস্থার কারণে এ বৎসর লক্ষ মাত্রার ছাপিয়ে বেশি ধান কৃষকের ঘরে উঠবে। এছাড়াও বিভিন্ন হাটবাজারে খোজ নিয়ে জানা গেছে, ধানের দাম ভালো হওয়ায় কৃষক রাও খুশী।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 6633111411006462222

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item