খেলাধুলার মধ্যদিয়ে দেশকে তুলে ধরা যায় বিশ্বের মানচিত্রে.. .. ..রংপুর বিভাগীয় কমিশনার

হাজী মারুফ 
রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেছেন, খেলাধুলা নিজের ও পরিবারের এবং দেশের পরিচয় তুলে ধরে খেলাধুলা। খেলাধুলার মধ্যদিয়ে দেশকে তুলে ধরা যায় বিশ্বের মানচিত্রে। তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শারিরীক, মানসিক, নান্দনিক বিকাশ ঘটায়। লেখাপড়া আর খেলাধুলা রুটিন অনুযায়ী করলে খারাপ কিংবা মাদকাসক্ত হওয়ার সময় হয়ে উঠবে না। এজন্য ছেলে-মেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত রাখার জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বিভাগীয় গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল রবিবার সকালে রংপুর জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব বিভাগীয় গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী খেলার মধ্য দিয়ে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রংপুর বিভাগের উপ-পরিচালক মাহবুব এলাহীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, রংপুর জেলা ও বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও পরিচালক এডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। উদ্বোধন শেষে মাঠে বসে কিছুক্ষণের জন্য খেলা উপভোগ করেন রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাবলু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম। উদ্বোধনী দিনে চারটি বালক দল অংশ নেয়। শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভাগীয় গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী খেলায় দিনাজপুর বালক দল খেলে ঠাকুরগাও বালক দলের বিপক্ষে এবং পরের খেলায় কুড়িগ্রাম বালক দল পঞ্চগড় বালক দলের বিপক্ষে খেলায় অংশ নেয়। এদিকে অপর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব বিভাগীয় গোল্ড কাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী খেলায় লালমনিরহাট বালিকা দল পঞ্চগড়ের বিপক্ষে এবং কুড়িগ্রাম বালিকা দল নীলফামারী বালিকা দলেল বিপক্ষে খেলায় অংশ নেয়।

পুরোনো সংবাদ

রংপুর 1816674931325240844

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item