পীরগাছায় প্রাথমিক সমাপনি পরীক্ষা কেন্দ্রে ভূয়া পরীক্ষার্থীর ছড়াছড়ি

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)থেকেঃ

রংপুরের পীরগাছায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার কেন্দ্রগুলোতে ভূয়া পরীক্ষার্থীর ছড়াছড়ি। গতকাল সোমবার কুটিপাড়া কেন্দ্রে ভূয়া পরীক্ষার্থীর তথ্য সংগ্রহে গেলে পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক আসাদুজ্জামান বাধা প্রদান করেন।
অফিস সুত্রে জানা যায়, এবারে উপজেলার ৯ কেন্দ্রে  সরকারী ১ শত ৭১টি, বেসরকারী ৯১টি,উচ্চ মাধ্যমিক সংযুক্ত ১টি, কিন্ডার গার্টেন ৩৮টি এনজিও পরিচালিত ৩৪ টি ও মাদ্রাসা ৫২টিসহ ৩শত ৮৭ টি প্রতিষ্টানের মোট ৮ হাজার ৪শত ৯৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে বালক ৪ হাজার ১ শত ৮ জন বালিকা ৪ হাজার ৩শত ৩৯ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেন। গতকাল সোমবার উপজেলার কুটিপাড়া কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ৯৪ টি প্রতিষ্টানের মোট ১হাজার ৫শত ২৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করছেন। এর মধ্যে গত দুদিনে ১শত ৩০ জন অনুপস্থিত। কুটিপাড়া কেন্দ্রে সরকারী বেসরকারী মিলে প্রায় ৩৫ টি প্রতিষ্টানের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী নাম ও বয়স গোপন করে ভিন্ন ভিন্ন নামে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার দ্বিতীয় দিন বাংলা বিষয়ের পরীক্ষা চলাকালে কুটিপাড়া কেন্দ্রের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভেন্যুতে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। জিগাবাড়ী, রামসিং  দামুস্বর আদর্শ, তাজতালুক, কাশিম ও দৌলতখাঁ সরকারীসহ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের খোজ নিয়ে দেখা যায় এসব বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী সদ্য সমাপ্ত জেএসসি, জেডিসি পরীক্ষার ফলপ্রার্থী ও এসএসসি পাশকরাগণ পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করছে। কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ভেন্যুতে কাশিম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী আপেল মিয়া পিএসসি রোল-৩৫৮৫ (৭ নম্বর রুমে) পরীক্ষা দিচ্ছেন। যার প্রকৃত নাম ছগির আলম জেএসসি রোল-৫৩৭০৯১ বলে অকপটে স্বীকার করেন। আর এক শিক্ষার্থী আমির হামজা পিএসসি রোল-৩৫৮৬ পরীক্ষা দিচ্ছেন। যার প্রকৃত নাম লিওন মিয়া জেএসসি রোল-৫৩৭০৭৯ বলে সে স্বীকার করেন। পরীক্ষার্থী ছগির আলম ও লিওন মিায়া আরো জানান যে, শুধু আমরা একাই পরীক্ষা দিচ্ছি তানা এখানে আমার সাথের আরো অনেক পরীক্ষার্থী আছে যারা অর্থের বিনিময়ে পরীক্ষায় অংগ্রহণ করছেন। এসময় ওই রুমের দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষক আসাদুজ্জামান সাংবাদিকদের তথ্য সংগ্রহে বাধা প্রদান করেন। এদিকে রামসিং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আইয়ুব হোসেন রোল-৩৬৪৭ নাম ও রোল ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল ইসলামের পুত্র যিনি সদ্য সমাপ্ত জেএসসি’র ফল প্রার্থী। জিগাবাড়ী ও তাজতালুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন এর সাথে কথা হলে তারা জানান, আমাদের কোন সমস্যা নাই।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আহসান হাবীব জানান, প্রমান ছাড়া তো আমি কিছুই করতে পারবনা।
উপজেলা শিক্ষা অফিসার ও পরীক্ষা কমিটির সদস্য সচিব রফিক-উজ-জামান বলেন, মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।। 

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7804256448124219515

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item