মিঠাপুকুরে ফুটবল টুনামেন্ট বন্ধ করায় চরম উওেজনা

রংপুর অফিস :


রংপুরে মিঠাপুকুর উপজেলায় কাফ্রিখাল ইউনিয়নে ফুটবল টুনামেন্টের ফাইলাল খেলা বন্ধ করে দিয়েছে ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাস আশরাফ এ ঘটনায় চরম উওেজনা বিরাজ করছে ওই এলাকায় ।মঙ্গলবার কাফ্রিকাল ইউনিয়নের হাইস্কুল মাঠে জয়দুল ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, পুরো এলাকায় মাইকিং প্রচারণা চলাকালীন সময় ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ  এসে জয়দুল সহ কমিটিকে হুমকি দেয় ।তিনি বলে যে  রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা প্রধান অতিথি করা হয়েছে তাই খেলা বন্ধ করতে হবে । এ হুমকির পর কমিটি নেতৃবন্দরা  বিপাকে পড়ে য়ায় মাঠে পুরো গেট, ষ্টেজ তৈরী ছিল, কিছুক্ষণ পর চেয়ারম্যান এর পুত্র মাহমুদুল একই মাঠে পাল্টা টুনামেন্ট খেলা হবে বলে পুরো এলাকায় মাইকিং করে এ ঘটনায় উওেজনা বিরাজ করলে, মিঠাপুকুর থানার ওসি হুমায়নের নির্দেশে খেলার মাঠে আসেন এস আই রুবেল সহ সঙ্গীয় ফোর্স এসে প্রধান শিক্ষকের রুমে বসে আলোচনা করেন । এস আই রুবেল সাংবাদিকদের জানান খেলার মাঠে অনুমতি নেই তাছাড়া একই সময়ে দু-গ্রপ খেলা ডাকায় ফাইনাল খেলাটি স্থগিত করা হল । জয়দুল  এলাকাবাসী অভিযোগ করে বলেন যে ইউপি চেয়ারম্যানকে অতিথি না করায় তিনি এই কাজটি করেছেন, এটা নাকি উপর লেবেলের নির্দেশ তাই চেয়ারম্যান এ কাউটি করেছেন ।
অপরদিকে জয়দুল হাউ-মাউ করে  কেদে ফেলেন ওই এলাকায় ফুটবল প্রেমিক হিসেবে তার পরিচিতি আছে জয়দুলের,
তিনি এ প্রতিবেদেককে বলেন যে উদ্ধোধনী খেলায় চেয়ারম্যানকে প্রধান অতিথি করেছিলাম কিন্তু তিনি কমিটির উন্নয়নে কাজে আসেনি ।তাই ফাইনাল খেলায় প্রধান অতিথি তাকে রাখা হয়নি, ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম আশরাফ মুঠোফোনে বলেন,একই মাঠে দু-গ্রুপ খেলা থাকায় প্রশাসন খেলাটি স্থগিত করে দেয় । মিঠাপুকুর থানার ওসি হুমায়ন সাংবাদিকদের জানান আমি শুনেছি যে একই সময় দু-গ্রুপ খেলা ডেকেছে তাই আমি ফোর্স পাঠাইছি, জয়দুল জীবননিরাপওা চেয়ে জিডি করার কথা ওসি হুমায়নকে বললে উল্টো ওসি তাকে আটক করার কথা বলেন ।

পুরোনো সংবাদ

রংপুর 8672216508047588266

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item