রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও আন্দোলনের অন্যতম নেতা শেখ আমজাদ আর নেই

মামুনুর রশিদ মেরাজুল  ঃ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে বাঁশের লাঠি আর তীর ধনুক নিয়ে পাক বাহিনীর আবাসস্থল রংপুর ক্যান্টমেন্ট ঘেরাও আন্দোলনের অন্যতম নেতা শেখ আমজাদ হোসেন আর নেই। মঙ্গলবার রাত ৩টায় বাধ্যর্কজনিত কারণে নগরীর নিসবেতগঞ্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না......রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন। এদিকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ আমজাদ হোসেনের মৃত্যুর সংবাদ শহরে ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখার জন্য তাঁর বাসভবনে ছুটে যান মুক্তিযোদ্ধা সহকর্মী ও বন্ধুবান্ধবসহ সর্বস্তরের সাধারণ মানুষ।বুধবার বাদ আসর নিসবেতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নামাযে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন তাঁর ছেলে শেখ খায়রুল আলম।উল্লেখ্য, মুক্তিযুদ্ধ শুরুর মাত্র ক’দিনের মাথায় ২৮ মার্চ ক্যান্টনমেন্ট ঘেরাওয়ের যে ক’জন অগ্রনায়ক রয়েছেন তাদের অন্যতম ছিলেন শেখ আমজাদ হোসেন। বলা চলে সেদিন তাঁর নেতৃত্বেই হয়েছিল রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও।

পুরোনো সংবাদ

রংপুর 9013017633441302565

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item