পীরগঞ্জে জেডিসি পরীক্ষায় অনুপস্থিতির হিড়িক!

মাামুনুর রশিদ মেরাজুল, পীরগঞ্জ, রংপুর থেকে ঃ

পীরগঞ্জে অভিনব কৌশলে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে উচ্চ শিক্ষিত শিক্ষার্থীরা। অনেক প্রতিষ্ঠান থেকে ওই কৌশলের আশ্রয় নেয়ার অভিযোগে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। বিষয়টি প্রচার হওয়ার পর পীরগঞ্জে জেডিসিতে অনুপস্থিতির হিড়িক পড়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পীরগঞ্জের কিছু নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় শিক্ষার্থী সংকট থাকায়, প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখা এবং সরকারী অংশের বেতনভাতা সচল রাখতে প্রতিষ্ঠান প্রধানরা এসএসসি/দাখিল, এইএসচি/আলিম ও বিএ অধ্যায়নরত শিক্ষার্থীদেরকে দিয়ে নিয়মিত শিক্ষার্থী হিসেবে রেজিষ্ট্রেশন (নিবন্ধন) করে জেডিসি-জেএসসি পরীক্ষায় অংশ নেয়াচ্ছে। ওইসব শিক্ষার্থীর সাথে প্রতিষ্ঠানের প্রধানরা নির্দিষ্ট অংকের টাকায় চুক্তি কিংবা অনুরোধ করে প্রতিষ্ঠানগুলো চালিয়ে আসছে। এক্ষেত্রে কখনো শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েও জেএসসি-জেডিসি পরীক্ষা দিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। অপরদিকে তথ্য গোপন করে শিক্ষার্থী ভর্তি করার কারণে সরকারের উপবৃত্তি ও টিউশন ফি তছরুপ করা হচ্ছে বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছে। গত ১ নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হলে ওইদিনই পীরগঞ্জের ইউএনও অভিযোগের ভিত্তিতে চতরা উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্র থেকে ৪জন পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃতরা কুমারপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেয়। তারা হলো চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র নাজমুল হোসাইন ও জামিরুল ইসলাম, চতরা ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র শামীম মিয়া এবং চতরা আদর্শ ইকলিমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসিতে অকৃতকার্য মোহাম্মদ আলী রুবেল। ওই শিক্ষার্থীদেরকে দিনব্যাপী পীরগঞ্জ থানা হাজতে আটক রাখার পর রাতে ইউএনও’র কার্যালয়ে নিয়ে গিয়ে অভিভাবকদের কাছ থেকে অপরাধের ব্যাপারে স্বীকারোক্তিমুলক জবানবন্দী নেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে। উল্লেখিত শিক্ষার্থীদেরকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে। ওই ঘটনার পর গত বুধবারের পরীক্ষায় চতরা বালিকা উচ্চ বিদ্যালয় জেএসসি কেন্দ্রে ১২ জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে। এরমধ্যে ঘাসিপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ শিক্ষাথীর মধ্যে ৫ জন এবং চতরা উচ্চ বিদ্যালয় জেএসসি কেন্দ্রে ৬ জন অনুপস্থিত ছিল। এদিকে পীরগঞ্জ ১ (জাফরপাড়া) জেডিসি পরীক্ষা কেন্দ্রে ৯শ ১ জনের মধ্যে ৭৩ জন পরীক্ষার্থী এবং পীরগঞ্জ ২ জেডিসি কেন্দ্রে ৬’শ ২ জনের মধ্যে ৫৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। একই অবস্থা জেএসসি পরীক্ষা কেন্দ্রগুলোতে। এ ব্যাপারে পীরগঞ্জ-১ জেডিসি’র কেন্দ্র সচিব নজরুল ইসলাম বলেন, বেশ কয়েকটি মাদরাসায় শিক্ষার্থী সংকট থাকায় মাদরাসার সুপাররা উচ্চ শিক্ষিত শিক্ষার্থীদের জেডিসিতে নিয়মিত হিসেবে ভর্তি করে নিয়ে পরীক্ষা দেয়াচ্ছে। এতে আমরা তাদের বিরুদ্ধেকোন ব্যবস্থাই নিতে পারছি না। তিনি আরও বলেন, দেশে এবারে জেডিসিতে  প্রায় ১৯ হাজার এবং জেএসসিতে প্রায় ৪১ হাজার পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। শিক্ষার্থীরা এখন কৌশল পাল্টিয়ে পরীক্ষা দিচ্ছে। ফলে ভাড়াটে বা বদলাই পরীক্ষা নেই। তবে অনেক ক্ষেত্রে বাল্য বিয়েতে ুশিক্ষার্থী ঝড়ে পড়ছে। ইউএনও কমল কুমার ঘোষ বলেন, আইন অনুযায়ী ১৭ বছর পর্যন্ত একজন শিক্ষার্থী জেএসসি-জেডিসি পরীক্ষা দিতে পারবে। নিয়মিত শিক্ষার্থী হিসেবে জেএসসি-জেডিসি পরীক্ষা দেয়ায় আমরা উচ্চ শিক্ষায় অধ্যায়নরতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না। তবে আইনের মাধ্যমে পাশকৃত সার্টিফিকেটগুলো বাতিল করা যেতে পারে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7944026621965426202

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item