পাগলাপীরের নামাবাজারের বাঁশহাটি এখন মরণ ফাঁদ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীর বন্দরের নামাবাজারের বাঁশহাটের কারণে যানজট দুর্ঘটনা আশঙ্কা হারে বেড়েই চলেছে। ফলে সড়কে চলাচলরত শিক্ষার্থী পথচারী সহ সাধারণ মানুষজনের কাছে নামাবাজারের বাঁশহাটি এখন মরণফাঁদের নামে পরিচিত হচ্ছে। জানাগেছে পাগলাপীর বন্দরের জনগুরুত্বপুর্ণ ও ব্যস্ততম রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের অবস্থিত পাগলাপীরের নামাবাজারটি। প্রতিশুক্রবার ও মঙ্গলবার  ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাগলাপীরের নামাবাজারে বড় বাঁশ মাকলা বাঁশ সহ নানান জাতের বাঁশ বেচা বিক্রি হয়ে থাকে। তবে ইদানিং কালে হাটবারের দিন ছাড়াও হাটটিতে প্রতিনিয়ত বাঁশ বেচা বিক্রি হচ্ছে। অভিযোগ উঠছে নামাবাজারটি একটি জনগুরুত্বপুর্ণ ব্যস্ততম হাইওয়ে সড়কের উপর হওয়ায় ক্রেতা বিক্রেতা পথচারী সহ সড়কের উপর বিভিন্ন যানবাহন চলাচলে যানজট দুর্ঘটনা ক্রমাগত বেড়েই চলছে। বিশেষ করে ক্রেতারা বাঁশ ক্রয়ের পর বাড়ি কিংবা অন্যত্র নিয়ে যাওয়ার সময় তীব্র যানজট সৃষ্টি হচেছ। এতে করে পথচারী সহ নানা যানবাহন ভোগান্তির শিকার হচ্ছে। অন্যদিকে যানজটের গ্যাড়াকলে দুর্ঘটনার হচ্ছে শিক্ষার্থী পথচারী সহ সাধারণ মানুষজন। তাই পাগলাপীরের সর্বস্তরের মানুষজনের দাবী নামাবাজারের বাঁশহাটির হাইওয়ে সড়কের উপর যানজট দুর্ঘটনা কবল থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 6279672914060804278

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item