রংপুর নগরীর সিও বাজার এলাকায় একটি বাড়ির গর্ত থেকে বোমা সাদৃশ্য প্লাষ্টিক পাত্র উদ্ধার ॥ বিকট শব্দে বিস্ফোরন ॥

হাজী মারুফ

রংপুর নগরীর সিও বাজার বিসিক শিল্প নগরী এলাকায় গতকাল বুধবার বেলা ২টায় একটি টিনসেড আধাপাকা বাড়ি ভেঙ্গে নতুন করে বাড়ি নির্মান করার জন্য গর্ত খোড়ার সময় মটির নীচে প্লাষ্টিকের বইয়োম উদ্ধার করতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরন ঘটে। এতে এক নির্মান শ্রমিক আহত হয়। গর্তে আরো একটি বইয়োম দেখে সে গুলোতে বোমা থাকতে পারে আশংকা করছে পুলিশ।
তবে এলাকাবাসি জানান ওসমান গনি নামে এক ব্যাক্তি ১২ বছর আগে ওই বাড়ি নির্মান করে সেখানে বসবাস করা কালে তার চাল চলন ও বেশ ভুশায় তাকে জেএমবির জঙ্গি বলে তাদের সন্দেহ হয়েছিলো। পরে ওই ব্যাক্তি বাড়িটি বিক্রি করে চলে যায়। এ ঘটনার পর সেখানে পুলিশী পাহারা বসানো হয়েছে। সেখানে থাকা প্লাষ্টিক বইয়োম সহ আরো বইয়োম আছে কিনা এবং এসব বোমা কিনা সে জন্য সেনাবাহিনীর সহায়তায় উদ্ধ্রা কাজ শুরু করার কার্যক্রম চলছে বলে জানান কোতয়ালী থানার এক পুলিশ কর্মকর্তা।
বর্তমান বাড়ির মালিক সেকেন্দার আলী জানান নতুন করে বাড়ি নির্মানের জন্য গর্ত খোড়ার খবর সময় বোমা সাদৃশ্য প্লাষ্টিকের বইয়োম দেখতে পাওয়ায় পুলিশকে জানানো হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 2443118139876035217

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item