যুবরাই আগামী দিনে নেতৃত্ব দিবে,৪৪ তম যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে রসিক মেয়র

হাজী মারুফ :

 রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন, যুবরাই আগামী দিনে  নেতৃত্ব দিবে তাদের কর্মকান্ড দিয়ে। এজন্য যুবদের যুবলীগের আদর্শ ধারণ করে নিজেদের তৈরী করতে হবে। স্বাধীনতা বিরোধীরা ওৎ পেতে আছে, তারা যেকোন মুহুর্তে বঙ্গবন্ধুর পরিবারের প্রতি আক্রমণ করতে পারে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যুবদের নিরলসভাবে কাজ করার আহবান জানান মেয়র। আওয়ামী যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুর মহানগর যুবলীগের আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালীর উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরুতেই দলীয় কার্যালয়ে কেক কেটে দিবসের প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু। কেক কাটা শেষ হলে একটি বর্ণাঢ্য র‌্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহানগর যুবলীগের আহবায়ক সিরাজুম বাশার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল। এতে আরো বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মুরাদ হোসেন, ইসমাঈল হোসেন সাজু, সাইফুল ইসলাম, হারুণ অর রশীদ হারুণ ও হারাধর রায় হারা।

আলোচনা সভা শেষে যুবলীগের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের মাঝে কেক বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 3735326580759254255

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item