পীরগঞ্জে এক মাদরাসার দ্বন্দ্ব নিরসন হয়েছে

মামুনুররশিদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ

অবশেষে পীরগঞ্জের বড়আলমপুর আবুল হোসেন দাখিল মাদরাসার দ্বন্দ্ব নিরসন করা হয়েছে। গত বৃহষ্পতিবার রাতে উপজেলা সদরের কছিমন নেছা বালিকা বিদ্যালয়ের হলরুমে ওই দ্বন্দ্ব নিরসন হয়েছে।
মামলা, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলার বড়আলমপুর আবুল হোসেন দাখিল মাদরাসার সুপার আব্দুল খালেক মিয়া তার চলমান ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুর রউফ মিয়াকে বাদ দিয়ে নতুন কমিটি করায় মাদরাসায় হামলার ঘটনায় মামলার ঘটনা ঘটে। এরপরও মাদরাসায় অঘটন ঘটতেই থাকে। একপর্যায়ে উপজেলা আ’লীগের সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম বিষয়টি সমঝোতার উদ্যোগ নিয়ে উপজেলা বাশিস’র সভাপতি ও সদরের কছিমন নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম মান্নু’কে দায়িত্ব দেন। গত বৃহষ্পতিবার বিকেল ৩ টায় বিদ্যালয়টির হলরুমে দ্বন্দ্ব নিরসন কমিটির সভাপতি হিসেবে আনোয়ারুল ইসলাম মান্নুর সভাপতিত্বে এক বৈঠক হয়। প্রায় ৪ ঘন্টা বৈঠকের পর মাদরাসাটির বিভিন্ন সমস্যা নিরসনসহ মামলা নিষ্পত্তির বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে সাপ্তাহিক বজ্রকথার সম্পাদক সুলতান আহমেদ সোনা, যুগান্তর প্রতিনিধি গোলাম কবির বিলু, ক্রাইম ভিশন ২৪.কম রংপুর ব্যুরো প্রধান মামুনুর রশিদ মেরাজুল,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন বিএসসি, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম লাবলু, যুবলীগ নেতা ফিরোজ মিয়া, শিক্ষক-কর্মচারী, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সুপার আব্দুল খালেক মিয়া বলেন, ভুল বোঝাবুঝির কারণে আমি সভাপতি পরিবর্তন করে নিয়েছিলাম। তাকেই পুনরায় সভাপতি করার জন্য প্রক্রিয়া করা হবে। ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুর রউফ মিয়া বলেন, আমি মাদরাসাটির অন্যতম প্রতিষ্ঠাতা হলেও আমার আর্থিক কেলেংকারী নেই। দ্বন্দ্ব নিরসন কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু বলেন, তুচ্ছ কারণে উভয়পক্ষের মধ্যে হামলা-মামলার ঘটনা ঘটেছে। তা নিরসন করা হয়েছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8239679189832583597

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item