শ্রমিকদের বেতন ভাতার দাবীতে রংপুরে রেস্তোরা শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

হাজী মারুফ রংপুর ব্যুরো অফিস  ঃ ঃ
আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী তাদের ছুটি, বেতন-ভাতাসহ ৭ দফা দাবীতে রংপুর জেলা রেস্তোরা শ্রমিক ইউনিয়ন মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করে। মানববন্ধনে রংপুর জেলা রেস্তোরা শ্রমকি ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলী, সাবেক কার্যকরী সভাপতি ক্বারী হায়দার আলী, ¤্রমিক নেতা ইব্রাহীম খলিল, মোস্তফা মিয়া, বদরগঞ্জ শাখার সভাপতি জোবায়দুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে রংপুর জেলা রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, প্রতিবছর মে দিবসে উদযাপন উপলক্ষে ১ দিনের বেতন সহ ১ দিনের ছুটি, শ্রমিকদের পরিচয়পত্র, কথায় কথায় ছাটাই বন্ধ, কাজের পরিছন্ন পেিরবশসহ ৭ দফা দাবী পুরণের জন্য মালিকপক্ষকে অনুরোধ জানান। তিনি আরো বলেন, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ৭ দফা দাবী ন্যায্য দাবী, এই দাবী মেহনতি শ্রমিকদের প্রাণের দাবী। মানববন্ধনে বক্তারা দাবী অনতিবিলম্বে মেনে না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। মানববন্ধন শেষে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি পেশ করেন। 

পুরোনো সংবাদ

রংপুর 1475904976469983829

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item