পীরগঞ্জে মাছ ধরাকে কেন্দ্র করে চাপুনদহ বিলে গ্রামবাসীদের মাঝে উত্তেজনা

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর) থেকেঃ 

রংপুরের পীরগঞ্জে মৎস্যজীবি সংগঠনের নামে একটি মহল দীর্ঘদিন ধরে চাপুন দহ বিলে আধিপর্ত্য বিস্তার কেন্দ্র করে গ্রামবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে গ্রামবাসী ও সংগঠনের মধ্যে বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন সচেতন মহল। জানা গেছে, উপজেলা চতরা ইউনিয়নের চাপুন দহ বিল সমাজ ভিত্তিক মৎস্যজীবি ও মৎস্য চাষ সমিতি প্রকৃত মৎস্যজীবিদেরকে বাদ দিয়ে ২০১২ সালে রিট পিটিশন স্টে-অর্ডার এর প্রেক্ষিতে ওই বিলে ধর্মদাস গ্রামের আতোয়ার রহমান, মোহাম্মদ আলী, আফজাল হোসেন মাছ চাষ করে আসছেন। এতে করে সরকার তাঁর রাজস্ব হারাচ্ছে। রংপুরে জেলা প্রশাসক এ কার্যালয় হতে মহামান্য হাইকোর্ট ডিভিশনে স্টে-ভেকেট করা হলে সরকার প্রতিবছর রাজস্ব পাবে। বর্তমানে ওই বিলের চার পার্শ্বে গ্রামবাসী ও জনসাধারণ নতুন করে সমিতি করে মাছ ধরার উদ্যোগ নিলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এদিকে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলে বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক শাহিনের হস্তক্ষেপে দুই গ্র“প মাছ ধরা বন্ধ করে দেয়। এ ব্যাপারে মৎস্যজীবি সংগঠনের সভাপতি আতোয়ার রহমান বলেন হাইকোর্টের রিট অনুযায়ী আমরা মাছ চাষ করে আসছি। এ বিষয়ে চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন বলেন স্টে-ভেকেট করলে সরকার তার রাজস্ব পাবে ওপেন অর্ডারের মাধ্যমে প্রকৃত মৎস্যজীবিরা মাছ শিকার করতে পারবে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকার বলেন আমরা মাছ ছেড়ে দিয়েছি তবে বিলের কর সংক্রান্ত বিষয়ে ভূমি অফিসে। সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান বলেন ২০ একরের উপর জমি হলে জেলা প্রশাসক মহোদয় ওই বিল দেখভাল করেন। উল্লেখ্য উপজেলার পীরগঞ্জ সদরের বড় বিলা, আত্রাই বিল, চাপুনদহ বিল সরকারের চোখ ফাঁকি দিয়ে একটি সংগঠনের নাম করে দীর্ঘদিন ধরে মৎস্য চাষ করে যাচ্ছেন। খুব শীঘ্রই ওই সব বিলের সমস্যা সমাধানের চেষ্টা না করলে এলাকায় আরও উত্তেজনা ও শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশংকা করছেন সচেতন মহলেরা।

পুরোনো সংবাদ

রংপুর 3611628220587456285

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item