নীলফামারীতে পুলিশের সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৯ নভেম্বর॥
নীলফামারী জেলা সদরের রামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আজ বুধবার সকালে কমিউনিটি পুলিশিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ও সদর থানা পুলিশ ওই সমাবেশের আয়োজন করেন।
সকাল ১১টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, নীলফামারী পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, সহকারী পুলিশ সুপার মো. ফিরোজ কবির, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব  সফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
ওই সমাবেশে, জঙ্গি, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, মাদক ও জুয়া বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহবান জানান বক্তারা। এসময় সেখানে জেলার সকল পুলিশ কর্মকর্তার মুঠোফোন নম্বর সম্বলিত লিফলেট বিতরন করা হয়।
উল্লেখ্য ২০১৩ সালের ১৪ ডিসেম্বর এই রামগঞ্জ বাজারে বর্তমান সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগের চারজন নেতা কর্মী নিহত হন। #

পুরোনো সংবাদ

নীলফামারী 1183056471074417779

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item