নীলফামারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালনে মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৭ নভেম্বর॥
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়ার জন্মদিন উপলক্ষে আজ রবিবার (২৭ নভেম্বর ) নীলফামারীতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামিমা রহমান, বেসরকারী সংস্থা পল্লীশ্রীর প্রকল্প সমন্বয়কারী এটিএম শামসুদ্দিন প্রমুখ। 
আয়োজকরা জানান, আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্মদিন পালন উপলক্ষে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত জেলায় নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে সভা সেমিনার, খুলি বৈঠক, জয়ীতা পুরস্কারসহ বিভিন্ন কর্মসুচি পালন করা হবে।
কর্মসুচিতে জাতীয় মহিলা সংস্থা, স্বেচ্ছাসেবি মহিলা সংগঠন, ইউএসএস, পল্লীশ্রী, ইউএসকেএস, ওয়ার্ল্ড ভিষনসহ বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 6210501633972965096

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item