নীলফামারীতে দুই সাংবাদিকসহ ছয়জনকে “পিলু মমতাজ” পদক প্রদান

আবু ফাত্তাহ্ কামাল পাখি,স্টাফ রিপোর্টারঃ

বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় নীলফামারীতে দুই সাংবাদিকসহ ছয়জনকে “পিলু মমতাজ” পদক প্রদান করা হয়েছে।
শুক্রবার রাতে জেলা শহরের টাউন ক্লাব মাঠে চলমান শিল্প ও বাণিজ্য মেলা প্রাঙ্গনে পদকপ্রাপ্তদের মাঝে প্রধান অতিথি থেকে সম্মাননা তুলে দেন নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ।
পদক প্রাপ্তরা হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার খাদেমুল ইসলাম বসুনিয়া, সাহিত্যে দৈনিক মানবজমিনের ফিচার এডিটর মু. আ কুদ্দুস, নাটকে পাসবান আনসারী, মিউজিকে সহিদুল ইসলাম খোকন ও সাংবাদিকতায় জিটিভির যুগ্ম বার্তা সম্পাদক মেহেদি হাসান ও চ্যানেল নাইনের নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম।
সঙ্গীত শিক্ষক ওস্তাদ জামিল আহমেদ স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, ভাওয়াইয়া একাডেমির সাধারণ সম্পাদক কামরুল আলম শাহ মুকুল ও জেলা তাঁতীলীগের আহবায়ক নুরুজ্জামান সাফা বক্তব্য দেন।
প্রয়াত পপশিল্পি পিলু মমতাজ স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি ফরহানুল হক। নারী উন্নয়ন কর্মী সেলিনা সাথির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ্যাড. মালা জেসমিন ও ফারুক ভুঁইয়া।
আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চায়ন করেন সঙ্গিত শিল্পি ফারুক ভুঁইয়াসহ স্থানীয় শিল্পিরা।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 3029253332295866621

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item