নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ৫ নভেম্বর॥
সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে  ৪৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে নীলফামারীতে।
আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
বেলা ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করে  সমবায়ী সমাবেশ  ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সমবায়ী সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
নীলফামারী জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের সভাপতি নুরুল আমিন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডার ফজলুল হক, নীলফামারী শিল্প ও বণিক সমিতির  জেষ্ঠ্য সহসভাপতি ফরহানুল হক।
সমাবেশ ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল মান্নান। শেষে সমবায়ের মাধ্যমে টেকসই আতœকর্মসংস্থান সৃষ্টিসহ সমবায়ীদের উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনজন  উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 8440617525326794056

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item