নীলফামারীতে দলিত সম্প্রদায়ের মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২৮ নভেম্বর॥
নীলফামারীতে দলিত সম্প্রদায়ের মানুষের “ভুমিতে প্রবেশাধীকার ও করণীয়” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নীলফামারী জেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই কর্মশালার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
বেসরকারী সংস্থা সার্প এর  অয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শাহজাহান আলী চৌধুরী, দাতা সংস্থা হেকস-ইপার এর কান্ট্রি ডিরেক্টর অনিক হাসান।
সার্পের পরিচালক হিমাংশু চন্দ্র চান্দ এর সভাপতিত্বে কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন সার্প রাইটস প্রকল্পের সমন্বয়কারী রুবিনা আখতার।
সংগঠনের কিশোর কিশোরী ফোরামের ‘চলো পাল্টাই’ দলের সভাপতি অন্তর বাঁশফোড় ও সাধারণ সম্পাদক ছবি রানী দাস তাদের দলিত সম্প্রদায়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন কর্মশালায়।
কর্মশালায় অংশ নেয়া হরিজন সম্মিলিত ঐক্য পরিষদের সভাপতি মেঘুরাম বাঁশফোর বলেন, আমরা মুল জনগোষ্ঠীর সঙ্গে মিশতে পারছি না। আমাদের স্থায়ী কোনো বাসস্থান নেই। আমাদের চাকুরী ছিনিয়ে নিচ্ছেন অন্যরা। তিনি অতিদ্রুত দলিত সম্প্রদায়ের আবাসন সমস্যা সমাধানের দাবি জানান।
বক্তারা বলেন, আমাদের সংবিধানে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। দলিত সম্প্রদায়ের প্রতি আমাদের মানবিক হতে হবে। সবার আগে ভাবতে হবে আমরা সবাই মানুষ।
কর্মশালায় সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, সাংবাদিক, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার ৮০জন অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান বেসরকারী উন্নয়ন সংস্থা সার্প নীলফামারী ও দিনাজপুর জেলায় বসবাসরত নৃত্বাত্তিক ও দলিত জনগোষ্ঠির জীবন ও জীবিকার মানোন্নয়নে হেকস ইপার সুইজারল্যা-ের সহায়তায় রাইটস প্রকল্প পরিচালনা করছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6741041487750012549

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item