নীলফামারীতে চারদিন ব্যাপী আয়কর মেলার উদ্ধোধন

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ২ নভেম্বর॥
নীলফামারীতে এবারের মেলায় ১৭ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরর অনুষ্ঠিত মেলায় প্রায় ১৩ কোটি টাকার কর আদায় করা হয়।
আজ বুধবার সকাল ১১টার দিকে নীলফামারী চেম্বার  ভবন চত্ত্বরে চারদিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক  মমতাজুল হক।
উপ-কর কমিশনার, সার্কেল-০৪ নীলফামারীর আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কর কমিশনার সামছুল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কর অঞ্চল রংপুর পরিদর্শন রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার  আব্দুস সহীদ কবির। বক্তব্য রাখেন নীলফামারীর চেম্বারের  সাবেক সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলু ও চেম্বারের  সিনিয়র সহ-সভাপতি ফরহানুল হক।
সহকারী কর কমিশনার সামছুল আলম জানান, চার দিন ব্যাপী এই মেলায় ই-টিন, রি রেজিস্ট্রেশন, আয়কর রিটার্ন দাখিলসহ কর বিষয়ক যাবতীয় পরামর্শ প্রদান করা হবে মেলায় আগত কর দাতাদের। এছাড়াও মেলায় কর প্রদানের সুবিধায় সোনালী ব্যাংকের একটি বুথ স্থাপন করা হয়েছে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 5450969630741922299

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item