নীলফামারীতে জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থীতা পেতে আঃলীগের ৭ জন

বিশেষ প্রতিবেদকঃ
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয়  মনোনয়ন পেতে নীলফামারীর ৭ জন প্রার্থী দলীয় ফর্মে আবেদন করেছে। শুক্রবার ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অফিসে আবেদনের ফর্ম জমা দেয়ার শেষ সময় বিকাল ৫টা পর্যন্ত ৭ জন প্রার্থী আবেদনপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

নির্ভরযোগ্য সুত্র জানায় যারা নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন জমা দিয়েছেন তাদের মধ্যে রয়েছে জেলা আওয়ামী লীগের উপদেস্টা সাবেক সংসদ সদস্য এ্যাডঃ জোনাব আলী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ মমতাজুল হক, মুক্তিযোদ্ধা সা্েবক উপ-সচিব আমিনুর ইসলাম (পটাশ), জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ মমতাজুল ইসলাম মিন্টু, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক আমজাদ হোসেন, জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ রমেন্দ্র বর্ধন বাপী ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহিদ মাহমুদ।

দলীয় সুত্র মত আওয়ামী লীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপর দলীয় মনোনয়ন নির্বাচনে সকল দায়িত্ব অর্পন করেছে দলের নির্বাহীকমিটি। ফলে নীলফামারীতে এই ৭ জনের মধ্যে কে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছে তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।উল্লেখ যে আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোটার হলেন ইউনিয়ন পরিষদ গুলোর ১৩ জন করে জনপ্রতিনিধি। এ হিসাবে দেখা যায় নীলফামারী জেলার ৬০ ইউনিয়নের ভোটার সংখ্যা ৭৮০জন। অর্থাৎ ৬০ জন ইউপি চেয়ারম্যান, ৫৪০ জন ইউপি ওয়াড সদস্য এবং  ১৮০ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য।

পুরোনো সংবাদ

নীলফামারী 6777257703272432958

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item