সবজির দাম আকাশ ছোঁয়া, ক্রেতারা হতাশ

মাামুনুর রশিদ মেরাজুলঃ

বিভিন্ন ধরনের সবজির বাজার দ্বিগুণ হাড়ে বাড়ায় ক্রেতারা  হতাশ হয়ে পড়েছে। হঠাত করে সবজির দাম বাড়ায় কাঁচাবাজারে ক্রেতাদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিভিন্ন হাটবাজারে ঘুরে দেখা গেছে,কিছু সবজির দাম ঠিক থাকলেও অন্যান্য সবজির দাম দ্বিগুন হারে দাম বেড়ে গেছে যেন  একে বারে আকাশ ছোয়া। অনেকেই আবার প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে বেশি দরে সবজি কিনছেন।
দাম বাড়া সবজি গুলো হল বরবটি ৭০ টাকা কেজি, বাঁধাকপি ৮০ টাকা কেজি,মরিচ ৮০ টাকা কেজি,সুট মরিচ ২০০ টাকা কেজি,করলা ৬০ টাকা কেজি,রসুন ১৬০ টাকা কেজি,আদা ১০০ টাকা কেজি,পটল ৪০ টাকা কেজি,আলু ৩০ টাকা কেজি, বেগুন ৩০ টাকা কেজি,মুলা ৩০ টাকা কেজি। সাধের লাউ ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত পিচ হিসাবে বিক্রি হয়। এ ছাড়াও লাল শাক,মুলা শাক,পাট শাক পালোং শাক ,লাউ শাক দ্বিগুন হারে বিক্রি হচ্ছে। নি¤œ আয়ের ক্রেতারা সবজির দাম দ্বিগুন  হওয়ায় হতাশ হয়ে পড়েছেন। অনেকেই বাধ্য হয়ে কিনছেন। কুড়িগ্রামের বালারহাট বাজারের সবজি ব্যবসায়ী শংকর সেন জানান,এক সপ্তাহ আগে থেকে সবজির দাম দ্বিগুন। আমরা বেশি দাম দিয়ে কিনে লাভ তো করতে হবে। কেজি প্রতি এক টাকা করে লাভ করে থাকি। অন্য দিকে বাজার নিয়ন্ত্রন না থাকায় ব্যবসায়ীরা দ্বিগুন হারে বিভিন্ন সবজিতে লাভ করছে বলে ক্রেতারা অভিযোগ করছে।  এ দিকে সবজি ব্যবসায়ীরা নিজের ইচ্ছা মত দাম বাড়ার কারনে  প্রতিটি হাটবাজারে সবজির বাজার নিয়ন্ত্রন কমিটি গঠনের দাবি জানান ক্রেতারা।

পুরোনো সংবাদ

নিবিড়-অবলোকন 4240436985683442449

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item