জলঢাকায় অর্থ আত্মসাৎ মামলায় অধ্যক্ষ গ্রেফতার

মর্তুজা ইসলাম, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় অর্থ প্রতারনার মামলায় এক অধ্যক্ষকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার বিকেলে উপজেলার গোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন আহম্মেদ আলমকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। ওই দিন সন্ধ্যায় তাকে জেলহাজতে প্রেরন করা হয়। গ্রেফতারকৃত অধ্যক্ষের বিরুদ্ধে চাকরির দেওয়ার প্রলোভন দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগে জানা যায়, ২০১১ সালে গোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ মনছুর আলী ও তার ছেলে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন আহম্মেদ আলম চারজন চাকরি প্রত্যাশির নিকট বিভিন্ন পদে চাকরী দিবে বলে ৬ লাখ ৪৫ হাজার টাকা নেয়। পরবর্তীতে চাকরি না দিয়ে টালবাহানা করে। চাকরি ও টাকা ফেরত না পাওয়ায় চীফ জুডিশিয়াল আদালতে মৃনালকান্তি প্রতারনা মামলা দায়ের করেন। চাকরি প্রত্যাশি রেজাউল হায়দার লেলিন বলেন, আমিসহ চারজন বর্তমান ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও তার পিতা সাবেক অধ্যক্ষ আমাদের কাছে চাকরি দেওয়ার নাম করে টাকা নেয়। গ্রেফতারকৃত অধ্যক্ষের বিরুদ্ধে একই অভিযোগ করেন অরবিন্দু রায়। ঘটনার সত্যতা স্বীকার করে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, গ্রেফতারকৃত অধ্যক্ষের বিরুদ্ধে প্রতারণা মামলার ওয়ারেন্ট রয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4678162750853732476

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item