সুন্দরগঞ্জের কাপাসিয়া ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

নুরুল আলম ডাকুয়া সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

    আসন্ন ১২ নভেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি)’র সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ লক্ষ্যে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার বিকেলে ইউনিয়নের কছিমবাজারের সকল পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন-উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)- মুহাম্মদ হাবিবুল আলম, রিটার্নিং অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার- এনামুল হক, থানা অফিসার ইনচার্জ-মুহাঃ আতিয়ার রহমান। এসময় ৪ চেয়ারম্যান পদ-প্রার্থী ১১ সংরক্ষিত ও ২৪ সাধারণ সদস্য পদ-প্রার্থীগণসহ স্থানীয় গণমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে ২/১ জন প্রার্থী ছাড়া সকল পদ-প্রার্থীদের মধ্যে নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকাশ করেন। উল্লেখ্য, নদ-নদী বিধৌত এই কাপাসিয়া ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ৭টি অধিক ঝুঁকিপূর্ণ ও অপর ৩টি মাঝারি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত রয়েছে প্রশাসনের নিকট। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ৩টি সংরক্ষিত ও ৯টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মোট ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ১০ হাজার ৪শ ১৮ জন। এরমধ্যে পুরুষ ৫ হাজার ১শ ৩৪ ও মহিলা ভোটারের সংখ্যা ৫ হাজার ২শ ৮৪ বলে জানা গেছে।

পুরোনো সংবাদ

নির্বাচন 3451788696945598457

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item