ডোমারের চিলাহাটী ভারতীয় সীমান্ত এলাকা থেকে ৬ দুস্কৃতিকারী আটক

এ.আই, পলাশ ঃ

ডোমার উপজেলার চিলাহাটি কেতকীবাড়ি সীমান্তে ছয় দুস্কৃতিকারীকে আটক করেছে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়ানের কেতকীবাড়ি নামাজিপাড়া ক্যাম্পের টহলরত বিজিবি জোয়ানরা। আজ বৃহস্পতিবার ভোর চারটারদিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে একটি বাইসাইকেল, ৬টি মোবাইল সেট, ৩টি টর্চ লাইট, কাটাতারের বেড়া কাটা কাচি, হ্যান্ড গ্লোবস, একজোড়া প্লাষ্টিকের বুট, গায়ে মোড়ানো প্লাষ্টিকের জামা, গোপন স্থানে শুয়ে থাকার জন্য ত্রিপল,  একটি বড় ব্যাগ ও নগদ ১ হাজার ৯৫৮টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেতকীবাড়ি নামাজিপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মহেন্দ্রনাথ রায় বাদী হয়ে ডোমার থানায় মামলা সহ উক্ত ছয় ব্যাক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করে।
আটককৃতরা হলো ডোমার উপজেলার নিজ ভোগডাবুড়ি গ্রামের প্রধানপাড়া গ্রামের সহিদুজ্জামান প্রধানের ছেলে রেজোয়ানুজ্জামান প্রধান চম্পক (২৫), কেতকীবাড়ি নামাজিপাড়ার মৃত: মমতাজ উদ্দিনের ছেলে আনোয়ারুল ইসলাম(৪০) এলাকার চান্দখানা গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে জুয়েল (৩০) একই গ্রামের  জমির উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম (৪০),নিজামউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৯) ডোমারের সোনারায় গ্রামের দারাজ উদ্দিনের ছেলে কাচুবাবু (৩০)। এ সময় অপর চোরাকারবারি এলাকার মুক্তিরহাট গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে  আব্দুল মালেক সুমন (৩৫) পালিয়ে যায়।
৫৬ বিজিবি’র কেতকীবাড়ী নামাজীপাড়া ক্যাম্পের নায়েক সুবেদার মহেন্দ্রনাথ রায় জানান আটককৃতরা ঘটনার সময় কেতকীবাড়ী ইউনিয়নের গোলাবাড়ী সীমান্তের ৭৮৬ প্রধান সীমান্ত পিলারের দুই নম্বর সাব পিলার  দিয়ে বৃহস্পতিবার ভোর চারটার দিকে  বিভিন্ন মালামাল অবৈধভাবে  পারাপারের চেষ্টা করছিল।  তার নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।#

পুরোনো সংবাদ

নীলফামারী 3681319735656205683

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item