ডোমারে জমির বিরোধে নিজের ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষককে ফাঁসানোর অভিযোগ।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নিজের ঘড়ে আগুন দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে উপজেলার কেতকিবাড়ী ইউনিয়নের চান্দখানা কামাতপাড়া গ্রামে। সরেজমিনে যানাযায়, উক্ত গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে হাস্নাত আলম দাতা আবু হোসেন মুন্সির কাছ থেকে ১৬ শতক জমি দলিল মুলে খরিদ করে দির্ঘদিন ধরে চাষ আবাদ করে ভোগ দখল করে আসছে। গত ৮নভেম্বর বিকালে হাসনাত ও তার ছেলে  উক্ত জমিতে আইল বাঁধতে গেলে এলাকার মৃত ওছমান আলী চৌকিদারের ছেলে মোস্তাকিম ও তার পরিবারের লোকজন সহ তাদের ভাড়াটিয়া বাহিনী নিয়ে লাঠি শোটা, দা, বল্লম সহ ধারালো অস্ত্র হাতে নিয়ে হামলা চালায় এবং হাস্নাত আলমকে বেধরক মারপিট করে। তাকে উদ্ধারে হাস্নাতের পরিবারের লোকজন এগিয়ে গেলে সেই সুযোগকে কাজে লাগিয়ে মোস্তাকিম তার স্ত্রী ইরানী, বিলকিছ, হাসিনার যোগসাজসে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজের বাড়ীর রানাঘরে নিজেরায় আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এলাকার আব্দুল আজিজ জানান, আমরাও আবু হোসেন মুন্সির কাছ থেকে একই সাথে জমি খরিদ করি কিন্তু মোস্তাকিম গং এতে ক্ষিপ্ত হয়ে বারবার ষড়যন্ত্র করে আসছে আজ হাস্নাত আলমের পরিবারকে হেনস্তা করতে এবং মিথ্যা মামলায় ফাঁসাতে মোস্তাকিমরা তাদের নিজের ঘড়ে আগুন দিয়ে তাদের বিপদে ফেলার পায়তারা করছে। তারা এলাকায় মামলাবাজ নামে পরিচিত সঠিক তদন্তের মাধ্যমে আসল ঘটনা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন হাস্নাত আলমের পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 4237717800915623284

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item