চিলাহাটিতে ভুল প্রশ্নে পরীক্ষাঃঅবলোকনে সংবাদ প্রকাশের পর কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যাহার

এ. আই. পলাশ ঃ
অবলোকনে সংবাদ প্রকাশের পর নীলফামারী জেলাধীন ডোমার উপজেলার চিলাহাটি মার্চেন্টস্ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গত ০১/১১/২০১৬ তারিখে ‘খ’ সেটের প্রশ্নপত্রে বাংলা ১ম পত্রের পরীক্ষা গ্রহণ করার অপরাধে কেন্দ্র সচিব মোঃ রফিকুল ইসলামসহ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়। উক্ত কেন্দ্রের অবশিষ্ট পরীক্ষা পরিচালনার জন্য উত্তর ভোগডাবুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিনকে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিবের সাথে যোগাযোগ করা হলে তিনি দায়িত্ব হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি কেন্দ্র সচিব মোঃ রফিকুল ইসলামকে শোকজ করেছেন মর্মে জানা যায়।
প্রশ্নপত্র পরিবর্তনের বিষয়টি গতকাল কেন্দ্রে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে আতংক দেখা দেয়। অনেকে কান্নাকাটি শুরু করে দেয়। অনেক অভিভাবক অস্থির হয়ে উঠেন ফলাফল নিয়ে। এব্যাপারে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রাকিবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি অভয় দিয়ে বলেন যে-উক্ত কেন্দ্রে বাংলা ১ম পত্রের উত্তরপত্র ‘খ’ সেট দিয়েই মূল্যায়ন করা হবে, শিক্ষার্থীদের কোন ক্ষতি হবেনা।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 196241216449138526

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item