ডোমারে প্রেম এবং বিয়েতে প্রতারিত হয়ে কলেজ ছাত্রীর আত্বহত্যার ঘটনায় প্রতারক প্রেমিকের বিরুদ্ধে মামলা

আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী)প্রতিনিধিঃ-

নীলফামারীর ডোমারে প্রেম এবং বিয়েতে প্রতারিত হয়ে কলেজ ছাত্রীর আত্বহত্যার ঘটনায় প্রতারক প্রেমিকার বিরুদ্ধে আদালতে মামলা করেছে মৃতের বাবা ভোলানাথ রায়।
মামলার বিবরনে জানা গেছে, ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের শালমারা গ্রামের ভোলানাথ রায়ের মেয়ে ও নীলফামারী সরকারী কলেজের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী মুক্তিরানী রায়ের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে পার্শবর্তী ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের দুর্লভ চন্দ্র রায়ের ছেলে কংকর চন্দ্র রায়। প্রেমের এক পর্যায়ে তারা গত ১৫/০২/২০১৫ইং তারিখে নীলফামারী নোটারী পাবলিকের কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। এর পর থেকে তারা দুজনে স্বামী,স্ত্রী রুপে একে অপরের বাড়ীতে যাতায়াত ও বসবাস শুরু করে। বিয়ের ঘটনাটী এলাকায় জানাজানি হলে কংকর  মুক্তিরানীকে গালমন্দ ও বিভিন্ন হুমকী প্রদান করে বিয়ের ঘটনাটী অস্বিকার করে। এর পর মুক্তিরানী কংকর রায়ের বাড়ীতে গেলে কংকর রায়ের বাবা দুর্লভ রায়, মা ললিতা রানী রায় এবং কাকাতো ভাই রিপন মুক্তিরানীকে গালমন্দ ও মারডাং করে বাড়ী থেকে বের করে দেয়। এ ঘটনায় সর্ম্ভম হারানো মুক্তিরানী অপমানিত হয়ে নিজেকে দায়ী করে গত ২১/১০/২০১৬ইং তারিখে নিজ বাড়ীতে ইদুর মারা ট্যাবলেট খেয়ে আত্বহত্যা করে। মুক্তি রানীর মৃত্যুর পর তার বাবা ভোলানাথ রায় তাদের বিয়ের এফিডেভিট এবং তার মোবাইল ফোনে সংরক্ষিত কথোপকথন জানতে পারে এবং সাক্ষিদের মুখে ঘটনা শুনে কংকর চন্দ্র রায়,তার বাবা দুর্লভ রায়,মা ললিতা রানী রায় এবং কাকাতো ভাই রিপনকে আসামী করে গত ৬ নভেম্বর নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি পিটিশন মামলা দ্বায়ের করেন। মামলা নং-৩৭৯, তারিখ-০৬/১১/২০১৬ইং। বর্তমানে মামলাটি ডোমার থানায় তদন্তাধীন রয়েছে। এ ব্যাপারে ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান জানান, পোষ্টমর্টেম রিপোর্ট আসলে এমনিতেই মামলা হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8466392081780744191

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item