ডোমারে চাচা শশুরের নির্যাতনে প্রতিবন্ধী গৃহবধু হাসপাতালে

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে চাচা শশুরের নির্যাতনে বাক-প্রতিবন্ধি গৃহবধু এখন হাসপাতালে যন্ত্রনায় কাতরাচ্ছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বারবিশা বামুনিয়া গ্রামে। সরেজমিনে জাানা যায়, নির্যাতিতা গৃহবধু অঞ্জনা (৩০) এর সাথে তার স্বামী মণিরামের  সাংসারিক বিষয়ে সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে অঞ্জনার চাচা শশুর নাছুয়া রায় তাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এ সময় অঞ্জনা জ্ঞান হারিয়ে ফেললে এলাকাবাসী তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্ল্রেক্্ের ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের ১নং বেডে চিকিৎসাধীন রয়েছে। সাংবাদিক পরিচয় দিয়ে তার সাথে কথা বলতে চাইলে সে কান্না জরিত কন্ঠে নির্যাতনে আঘাতের চিহৃ দেখায়।অঞ্জনার রানীর স্বামী মনিরাম জানায় আমার ১০ বছর আগে আমাদের বিবাহ হয়। আমরা দুই সন্তান, স্ত্রী ও মা সহ একত্রে বসবাস করি। গত শনিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, এমন সময় আমার কাকা শশুর নাছুয়া রায় আমাদের বাড়ীতে এসে কোন কিছু না জেনেই অঞ্জনাতে তার হাতের লাঠি দিয়ে বেধরক মারতে থাকে। এতে আমি বাধা দিলে আমাকেও মার ধর করে এবং অশ্লিল ভাষায় গালি গালাজ করে। মারধরের একপর্যায়ে তার হাতের শাঁখা ভেঙ্গে যায় এবং জ্ঞান হারায়। প্রায় সময় সে অকারনে মারধর করে। অঞ্জনা একজন বাক প্রতিবন্ধী। অনেক দিন থেকে কাকা আমার উপর অমানবিক নির্যাতন করে আসছে, সে এলাকার হিংস্র ও প্রভাবশালী লোক। তার অত্যাচারে আমি আর স্ত্রী সন্তান নিয়ে থাকতে পারছি না। আমি খুব গরিব মানুষ তার বিরুদ্ধে কথা বলতে পারি না । এখন আমি কি করব জানি না। ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও কেউ খোঁজ নেয়নী অঞ্জনার। এ বিষয়ে অঞ্জনার কাকা শশুর নাছুয়ার সাথে কথা বললে, সে অকপটে তার বৌমাকে মার-ধরের বিষয় স্বীকার করে বলেন, আমি মেরেছি আরও মারব। আমি এলাকার শ্বাসনকর্তা। এতে কারো কিছু বলার নাই। এলাকার সব কিছু আমি দেখি। তোমাদের কিছু করার থাকলে করো। ওই ওয়ার্ডের ইউপি সদস্য বিনোদ চন্দ্র রায় জানায়, নাছুয়া খুব খারাব প্রকৃতির লোক, ওরা কারও কথা শুনে না। তার দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ওহাহেদুজ্জামান বুলেট জানায়, ঘটনাটি শুনেছি, হাসপাতাল থেকে ফিরে আসুক পরে ব্যাবস্থা নিবো।

পুরোনো সংবাদ

নীলফামারী 7339694138434345593

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item