ফুলবাড়ীতে এক লাখ টাকার ভারতীয় শাড়ী-চাদরসহ দু’জন আটক ॥

মোঃ মেহেদী হাসান উজ্জল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে এক লাখ টাকা মূল্যের ৮৮টি ভারতীয় শাড়ী-চাদরসহ ফরিদুল ইসলাম (২০) ও ছাবেদুল ইসলাম (২৫) নামে দুই যুবকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় পৌর শহরের নিমতলা মোড় থেকে তাদের আটক করা হয়।
আটক ফরিদুল ইসলাম বিরামপুর উপজেলার ভবানীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও ছাবেদুল ইসলাম একই গ্রামের সোহরাব  হোসেনের ছেলে। এই ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আক্কেল আলী বাদি হয়ে গতকাল শুক্রবার সকালে  ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি ধারায় একটি মামলা দায়ের করেছেন, যার মামলা নং ০৩।
ফুলবাড়ী থানার ওসি মোঃ মোকসেদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় পৌর শহরের নিমতলা মোড়ে দুটি কাপড়ের পোটলাসহ ধৃত ফরিদুল ও ছাবেদুলকে আটক করে তাদের নিকট থাকা দুটি কাপড়ের পোটলা তল্লাশী চালালে ভারত থেকে চোরা পথে আসা, ভারতীয় কোম্পানী রাজেস খান্না টেক্সটাইলে তৈরী  ৫৪ টি শাড়ী ও ৩৪টি শাল চাদর  পাওয়া যায়, এ সময় ভারতীয় শাড়ী-চাদর গুলো জব্দ করে , তাদেরকে আটক করা হয়।

পুরোনো সংবাদ

দিনাজপুর 8281616202023078622

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item