ডিমলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবকের সাজা

 জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম  কারাবাসের রায় প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সাজা প্রাপ্ত দুই যুবককে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী র্কর্মকর্তা রেজাউল করিম এই দন্ডাদেশ প্রদান করেন।দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নে মধ্য ছাতনাই গ্রামের মৃত.মফিজ উদ্দিনের ছেলে জোনাব আলী (৩৪) ও একই গ্রামের মৃত.আনছার আলীর ছেলে মোস্তফা ইসলাম (৩৫)।ডিমলা থানার জেষ্ঠ্য উপ-পরিদর্শক শাহাবুদ্দিন আহমেদ জানান, উপজেলার নাউতারাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রীকে (১৫) বিদ্যালয়ে আসার-যাওয়ার পথে প্রতিনিয়ত উত্ত্যক্ত করতো মধ্য ছাতনাই গ্রামের মৃত.মফিজ উদ্দিনের ছেলে জোনাব আলী (৩৪) ও একই গ্রামের মৃত.আনছার আলীর ছেলে মোস্তফা ইসলাম (৩৫)।সোমবার বিদ্যালয় ছুটি শেষে বড়বোনসহ ওই ছাত্রী বাড়ি ফেরার সয়ম বিদ্যালয়ের সামান্য দুরে পথরোধ করে উত্ত্যক্ত শুরু করে বখাটে জোনাব ও মোস্তফা।এঘটনার পর পরই ছাত্রীটি বড়বোনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত  অভিযোগ করলে উপজেলা নির্বাহী র্কর্মকর্তা ওই দুই বখাটকে আটকের নির্দেশ দেন।ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। এতে আদালতের বিচারক ওই দুই বখাটকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 134019815159324008

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item