শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নতি হয়েছে, আরও হবে -সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ১০ নভেম্বর॥
স্ংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের একের পর এক  অবস্থান উন্নতি হয়েছে। এই উন্নতি ও উন্নয়ন অব্যাহত রয়েছে।  রাস্তা ঘাট পুল কালভার্ট, বিদ্যুৎ, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা, মন্দির সব কিছুরই উন্নয়ন হচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে  নীলফামারী জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের কিসামত ভুটিয়ান গ্রামে প্রায় চার কিলোমিটার পল্লী বিদ্যুতায়নের শুভ বিদ্যুতায়নে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
পলাশবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিকের সভাপতিত্বে ওই গ্রামের কালীর বাজারে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় মন্ত্রী আরও বলেন, একসময় এ অঞ্চলে মঙ্গা দেখা দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মঙ্গা দূর করেছি। এখন দেশে মঙ্গা নেই। এজন্য পেপার পত্রিকা ও টেলিভিশনে মঙ্গার কোনো খবর দেখা যায় না। আজকে নীলফামারীর উত্তরা ইপিজেডে ২৬ হাজার লোক কাজ করছে, ইপিজেডকে কেন্দ্র করে অসংখ্য কলকারখানা গড়ে উঠেছে, যা অব্যহত আছে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক প্রকৌশলী এস এম হাসনাত হাসান,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম প্রমুখ।
মন্ত্রী বলেন, আইএস ইসলামের নামে মানুষ হত্যা করে সারা বিশ্বে মুসলমানদের খাটো করছে। তাদের কাজ ইসলাম প্রচার নয়, ইসরাইলী রাস্ট্র প্রতিষ্ঠা করাই তাদের উদ্যেশ্য।
তিনি বলেন,আইএস এর জম্ম সিরিয়ায় হলেও সেখান থেকে মাত্র ৫০ মাইল দূরে অবস্থিত ইসরাইলে তারা হামলা চালায় না।  সেখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরের দেশে গিয়ে ইসলাম কায়েমের নামে মানুষ হত্যা করে। তারা বোমা ফাটিয়ে, জঙ্গিবাদ সৃষ্টি করে গোটা বিশ্বে মুসলমানদের খাটো করছে। তারা ইসলামের শত্রƒ, বাংলাদেশের শত্রু।
তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, শেখ হাসিনাকেও হত্যা করার চেষ্টা চালাচ্ছে। আমাদের ভালোর জন্য তারা আসেনি। মন্ত্রী ওই অপশক্তির বিরুদ্ধে ১৯৭১ সালের ন্যায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক  প্রকৌশলী এসএম হাসনাত হাসান জানান, সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে ওই গ্রামে প্রায় চার কিলোমিটার বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে। ওই সংযোগের মাধ্যমে গ্রামের ১৯০ জন গ্রাহক বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। এর মধ্যে বৃহস্পতিবার ১৫৪জন গ্রাহকের মাঝে সংযোগ দেয়া হয়েছে। শীঘ্রই অবশিষ্ট সংযোগ প্রদান করা হবে বলে জানান তিনি।

পুরোনো সংবাদ

প্রধান খবর 27067745929537655

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item