রানীশংকৈলে এমপি'র চোঁখের জলই মরহুম বাবার স্মৃতিফলক!

সফিকুল ইসলাম শিল্পী,রানীশংকৈল প্রতিনিধিঃ


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি , মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক এমপি মরহুম আলী আকবরের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গল বার সকাল থেকেই প্রায় প্রতিষ্ঠানে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এ সকল অনুষ্ঠানে মরহুম আলী আকবরের জৈষ্ঠ কন্যা এমপি সেলিনা জাহান লিটা উপস্থিত থেকে সবকটি  সভায় বাবার কিছু কিছু স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। চোঁখের কোনায় জমানো পানি শাড়ীর আঁচলে একাথিকবার মুছতে হয়েছে  বাবা আলী আকবরের কথা বলতে গিয়ে। তিনি বলেন,বর্তমানে আমার ছোট ভাই লেমন অসুস্থ,তার জন্যেও সকলের জন্য দো'য়া করবেন। সকালে আলী আকবর প্রতিবন্ধী স্কুল ও পূণর্বাসন কেন্দ্রে, দুপুরে রাণীশংকৈল ডিগ্রী কলেজ,বিকালে আ'লীগ কার্যালয়, সন্ধ্যায় শিবদীঘি কেন্দ্রিয়  টাউন ক্লাবে প্রয়াত এমপি আলী আকবরের  জীবন-কর্মের উপর আলোচনা করা হয়। এ দিকে প্রায় অনুষ্ঠানে এমপি সেলিনা জাহান লিটাকে বক্তব্যে আলোচকরা বাবার পথকর অনুসরণ করার বিষয়টি তুলে ধরেন। এছাড়াও একই দিনে নেকমরদ আলিম মাদ্রাসা. গোবিন্দ মন্দির ও কলেজপাড়া মন্দির প্রাঙ্গনে প্রয়াত এমপির স্মরণসভা অনুষ্ঠিত হয় । উল্লেখ্য, প্রয়াত এমপি আলী আকবর রাণীশংকৈল ডিগ্রী কলেজ, নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, মীরডাঙ্গী হাই স্কুল, রাণীশংকৈল কৃষি ব্যাংক,রানীশংকৈল স্বাস্থ্য সেবা কমপ্লেক্স, মালদুয়ার খাদ্য গুদাম প্রতিষ্ঠা সহ এলাকায়  ব্যাপক প্রতিষ্ঠান ও রাস্তাঘাট স্থাপনে অবদান রাখেন।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 3280925250275004209

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item