পীরগঞ্জে দোকান ভাংচুর ও লুটপাট!!

সফিকুল ইসলাম শিল্পী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

১২ অক্টোবর জেলার পীরগঞ্জে তুচ্ছ ঘটনাকে  কেন্দ্র করে হামলা, দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ ব্যাক্তি গুরুতর আহত হয়েছে জানা গেছে, উপজেলার ২নং কোষারাণীগঞ্জ ইউপি’র  নাককাটি বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘবদ্ধ ব্যক্তিরা ইউপি সদস্য সালেকুর রহমানের নেতৃত্বে আতিকুর রহমান ও আফিরুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে হামলা চালিয়ে বেধড়ক মারপিট, ভাংচুর ও দোকানের মালামাল লুটপাট করে। বেধড়ক মারপিটে স্থানীয়দের মধ্যে শানু মোহাম্মদের পুত্র শাহিনুর রহমান (৩৫) ও মৃত অহির উদ্দীন পুত্র তাজিম উদ্দীন (৬৫) গুরুতর আহত হয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। হামলা চলাকালে স্থানীয় থানায় সংবাদ দেয়া হলে থানার সেকেন্ড অফিসার সোয়েল রানা’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। হাসপাতালে চিকিৎসাধীন তাজিম উদ্দীন ও শাহিনুর  বলেন ১৫/২০ জনের একটি অস্ত্রধারী দল আকষ্মিক  ভাবে হামলা চালিয়ে ব্যাপক মারপিট, ভাংচুর ও লুটপাট চালায়। তারা দোকানের মালামাল সহ নগদ লক্ষাধিক টাকা নিয়ে চলে যায়। এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার বিষয়ে ইউপি সদস্য সালেকুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি ঘটনা সত্য নয় বলে জানান।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4647513510650323804

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item