সৈয়দপুরে জুয়া খেলার দায়ে তিন ব্যক্তির অর্থদন্ড

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে জুয়া খেলায় দায়ে তিন ব্যক্তির প্রত্যেকের এক শত টাকা করে অর্থদন্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমান আদালতে তাদের ওই অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমান আদালতে বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)   আহমেদ মাহবুব-উল- ইসলাম ওই অর্থদন্ড করেন। পরে দোষী ব্যক্তিরা জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে মুক্তি পান। অর্থদন্ড প্রাপ্তরা হচ্ছে সৈয়দপুর শহরের উপকন্ঠ কাদিখোল এলাকার মৃত. হামিজ উদ্দিনের ছেলে মিঠুন (৩৫), ঢেলাপীর উত্তরা আবাসনের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সাদ্দাম (২৫) এবং ইসলামবাগ চিনি মসজিদ এলাকার মো. জাবেদ আলীর ছেলে কোরবান আলী (২০)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ঘটনার দিন গতকাল মঙ্গলবার উল্লিখিত ব্যক্তিরা শহরের রসুলপুর পাওয়ার হাউজ এলাকায় বসে তাস দিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়া খেলা অবস্থায় তাদের হাতেনাতে আটক করেন।
 পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আটককৃতরা জুয়ার খেলার কথা স্বীকার করে। এ সময় ভ্রাম্যমান আদালতের বিচারক তাদের ওই অর্থদন্ড করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 7051392026498973192

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item