সৈয়দপুরে জাতীয় ইদুঁর নিধন অভিযানের উদ্বোধন

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান - ২ ০১৬ শুরু হয়েছে।  সোমবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন করা হয়।
  সৈয়দপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আজমল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
সৈয়দপুর উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ মোছা. হোমায়রা মন্ডল স্বাগত বক্তব্য রাখেন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলার কামারপুকুর ইউনিয়নের কৃষক মো. তোফাজ্জল হোসেন, মো. এমদাদুল হক প্রমূখ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মকবুল হোসেন।
 এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মকবুল হোসেন “ইঁদুরের অপচয়” শীর্ষক তাঁর  স্বরচিত একটি কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানে চলতি আমন মৌসুমে সর্বোচ্চ সংখ্যক ইঁদুর নিধন করায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের কৃষক মো. এমদাদুল হককে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুনীল চন্দ্র দাস, উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।    

পুরোনো সংবাদ

নীলফামারী 1608158099743113473

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item