সৈয়দপুরে তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মায়ের ইন্তেকাল

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর শহরের তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান এবং হাজারীহাট স্কুল ও কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মো. রফিকুল ইসলামের মা মালেকা বেগম গত রোববার (২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে,৩ মেয়ে,নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব,শুভাকাঙ্খী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গতকালই বাদ আছর  সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের  হাজারীহাট সংলগ্ন প্রজাপাড়া গ্রামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর নামাজে জানাজায় সরকারী কর্মকর্তা, শিক্ষক- ছাত্র, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ সর্বস্তরের বিপুল মানুষ অংশ নেন। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে  স্থানীয় সাংসদ  ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী, উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক চৌধুরী, হাজারীহাট স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনছুর আলী চৌধুরী, অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন কাজল, তুলশীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম চৌধুরী, সাবেক সভাপতি মো. ফিরোজ উদ্দিন ফেরাজ, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, তুলশীরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান খান প্রমুখ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।////

পুরোনো সংবাদ

নীলফামারী 9222780672455906411

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item