শহিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মামুনুর রশিদ মেরাজুল পীরগঞ্জ (রংপুর)  থেকে ঃ  
মেধাবী ছাত্র শহিদ মিয়া (১১) হত্যার বিচার ও মামলাটি দ্রুত বিচার আইনের আওতায় করার দাবিতে স্কুলের সহপাঠি, শিক্ষক ও এলাকাবাসী ঢাকা -রংপুর মহাসড়কে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ।
জানা গেছে, রংপুর পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানী গ্রামের আজিজার রহমানের ৫ সন্তানের মধ্যে সর্ব কনিষ্ঠ সন্তান শহিদ অই গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্র । অভাবের সংসারের জঠোর জালা নিবারনে   স্কুল ছুটির পর  ভ্যান চালাত । প্রতিদিনের মত বাড়ি থেকে বের হয়ে ধাপের হাট অভিমুখে আসার সময় অপরিচিত ৪ জন লোক ভ্যানে উঠে সাদুল্যাপুর উপজেলার  হিংঙ্গার পাড়া, সাইগাড়ি ইসলামপুর, মোংলাপাড়াসহ বিভিন্ন গ্রাম ঘোরার এক পর্যায়ে শহিদ বাড়ি যাওযার কথা বললে বেশি ভাড়ার প্রলোভনে তাকে আটকিয়ে রাখে । এক পর্যায়ে শহিদ তার কাছে থাকা মোবাইল দিয়ে তার মার নিকট সব কথা খুলে বলে।  রাতে এলাকাবাসীর পরামর্শে শহিদের বাবা হারানো বিজ্ঞপ্তি দিয়ে মাইকিং করে । রাত্রি ভোর হওয়ার পূর্বে সাদুল্ল্যাপুর উপজেলার মোংলাপাড়া গ্রামের রাস্তার পাশের্^ গলাকাটা লাশ দেখে স্থানীয় জনগন মোবাইল ফোনের শহিদের বাবা ও পুলিশকে সংবাদ দেয় । পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে । শহিদের বাবা আজিজার রহমান বাদি হয়ে সাদুল্ল্রাপুর উপজেলার ধাপের হাট পুলিশ তদন্দ্র কেন্দ্রে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন । মামলা নং -০৮/২০১৬ । পুলিশ তদন্তে নেমে এলাকার মাদক ব্যাবসায়ী জামদানি গ্রামের মৃত মমদেল হোসেনের পালিত পূত্র ময়নুল ও নারায়নগঞ্জ জেলার রিংনাথ ভাটের স্ত্রী যাত্রাগানের নৃত্য শিল্পী অঞ্জলীকে সন্দেহের ভিত্তিতে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। এদিকে মামলাটি যথাযথভাবে তদন্ত করে দ্রুত বিচার আইনের আওতায় অন্তর্ভূক্ত করে হত্যাকারীদের ফাঁসীর দাবিতে আজ সকাল ১০ টা হতে ১ ঘন্টা ঢাকা -রংপুর মহাসড়কে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রামনাথপুর ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলী সরকার, আওয়ামীলীগ নেতা আনোয়ারুল ইসলাম মিঠু, শিক্ষক ফজলুল হক, রবিউল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী মিঠু মিয়া ও বিভিন্ন পত্রিকা ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রশাসনের প্রতি হুশিয়ারী করে বলেন, আগামী ১০ দিনের মধ্যে শহিদ হত্যার প্রকৃত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে বিশ^রোড অবরোধ  সহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

পুরোনো সংবাদ

রংপুর 860557588579434839

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item