সাগর হত্যা মামলা প্রধান আসামী ডলার জনতার হাতে আটক ॥ পুলিশে সোপর্দ

হাজী মারুফ

অবশেষে ৪১দিন পর স্থানীয় জনতার হাতে আটক হলেন সাগর হত্যা মামলা প্রধান আসামী ডলার। পরে পুলিশে সোপর্দ।
স্থানীয় সুত্রে জানাগেছে. রংপুরের আলমনগর এলাকার ইস্পাহানি (অবাঙ্গালি) ক্যাম্পে-২এর বাসিন্দা  আব্দুল আজিজের পুত্র সাগর (১৮) হত্যা মামলার প্রধান আসামী ইস্পাহানি ক্যাম্পে-৩ এর বাসিন্দা মৃত্যু সুবাহানের পুত্র ডলার (২২) কে শনিবার দুপুরে বড় রংপুর মীরগঞ্জ এলাকা থেকে আটক করে উভয় ক্যাম্পের বাসিন্দারা।
ডলারকে আটকের পর ইস্পাহানি ক্যাম্পে-২ এলাকায় নিয়ে আসা হলে ইস্পাহানি (অবাঙ্গালি) ক্যাম্প ও এলাকা বাসির বাধভাঙ্গা জোয়ার সৃষ্টি হয় সেখানে। ক্ষনিকের মধ্যে জমে যায় হাজারো জনতা। উত্তেজিত হয়ে উঠে এলাকাবাসি। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রংপুর কোতয়ালী থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থালে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পরে সাগর হত্যা মামলার প্রধান আসামী ডলারকে পুলিশে সোপর্দ করার সময় আবারো উত্তেজিত হয়ে উঠে উপস্থিত জনতা। এ সময় উত্তেজিত জনতার হাতে আহত হন রংপুর কোতয়ালী থানার দুই পুলিশ কনটেবল।
এ সময় সাগর হত্যা মামলার আইয়ু এসআই ওলিয়ার রহমান গত ০৯ আগষ্ট ২০১৬ দায়ের করা ২৮নং হত্যা মামলার ১৪৩,৩২৩,৩২৫ ও ৩০৭ ধারা বলে দন্ড বিধি অপরাধে আটক দেখিয়ে রংপুর কোতয়ালী থানায় নিয়ে আসেন। এর  আগে গত ২৩ আগষ্ট উক্ত মামলার অপর এক আসামী মোরশেদ (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করে এলাকা বাসি।
আটক ডলার ও মোরশেদসহ পলাতক সকল আসামীদের ফাঁসি দাবীতে উপস্থিত পুলিশের সামনে বিক্ষোভ প্রদর্শণ করে উত্তেজিত জনতা।
এ সময় নিহত সাগনের মা শাহানাজ জানান, আমার সন্তান হত্যা কারী ডলারসহ সকল আসামীর ফাঁসি দাবী জানাই।
উল্লেখ্য, গত ০৮আগস্ট ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই এলাকার ২ ও ৩নং ক্যাম্পের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে ওইদিন রাতে ৩নং ক্যাম্পের লোকজন ২নং ক্যাম্পের লোকদের উপর হামলা চালায়। এতে ২নং ক্যাম্পের সাগরসহ অন্তত ছয়জন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় সাগরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আশংকা জনক আবস্থায় সাগরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে প্রায় ৮দিন কোমায় থাকার পর ২০শে আগষ্ট চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন।

পুরোনো সংবাদ

রংপুর 7710296571397962879

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item