পীরগঞ্জ থানা পুলিশের সাথে আঁতাত করে ছিনতাই মামলা !

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ

পীরগঞ্জে এক পাওনাদারের সোয়া ২ লাখ টাকা আত্মসাত করতে থানার সাথে আঁতাত করে ছিনতাই মামলা করেছে এক দেনাদার ব্যক্তি। পীরগঞ্জ থানার পাশে মাত্র ১ কি. মি দুরে ছিনতাই দেখানো হয়েছে। গত শুক্রবার রাতে থানায় মামলাটি হয়েছে।
মামলা, এলাকাবাসী ও শালিস বৈঠক সুত্রে জানা গেছে, পীরগঞ্জের শহরতলী ধনশালা গ্রামের শরিফুল ইসলাম (৩০) তার পৈত্রিক জমি বিক্রির কথা বলে একই গ্রামের সাজ্জাদুর রহমান রেজার কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা নেয়। এরপর শরিফুল জমির দলিল করে দিতে টালবাহানা শুরু করলে কয়েকদফা গ্রাম্য শালিস বৈঠক হয়। শালিসে সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তির উপস্থিতিতে শরিফুল তার দোষ স্বীকার করে গত বৃহষ্পতিবার (২৯ সেপ্টেম্বর) পুরো টাকা ফেরত প্রদানের অঙ্গীকার করে। এতে ব্যর্থ হলে আজ রোববার (২ অক্টোবর) জমির দলিল করে দেয়ার কথা হয়। এরই মধ্যে শরিফুল পুরো টাকা আত্মসাত করতে টাকা ছিনতাইয়ের নাটক সাজায়। টাকা প্রদানের আগের দিন বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শরিফুল ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ী ফেরার পথে তার বাড়ীর পাশেই তাকে মারধর ও ছুরিকাঘাত করে টাকা ছিনতাই করেছে বলে প্রচার করে। পরে তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। তার হাতে ৫টি সেলাই দেয়া হয়েছে বলে জানা গেছে। এরপর শরিফুলের পরিবার স্থানীয় এক সংবাদকর্মীর সাথে যোগাযোগ করে থানার সাথে আঁতাতের পর শুক্রবার রাতে ছিনতাই মামলা করেছে। মামলাটিতে পাওনাদার সাজ্জাদুর রহমান রেজাকে একমাত্র আসামী ও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ ব্যাপারে সাজ্জাদুর রহমান রেজা বলেন- আমার টাকা আত্মসাত করতেই আমাকে ছিনতাই মামলার আসামী করা হয়েছে। ওসি রেজাউল করিম জোর দিয়ে বলেন- শরিফুলকে মারধরের ঘটনা ঠিক। তার কাছে ১ লাখ ৮০ হাজার টাকা থাকার ঘটনা অস্বাভাবিক। কারণ সে (শরিফুল) রিং-স্লাবসহ স্যানিটারী সামগ্রী তৈরী ও বিক্রি করে। তারপরও আমরা দেখছি, ঘটনাটি মিথ্যা হলে মামলার ফাইনাল দেব। তিনি আরও বলেন- মামলাটি নিতে চাপ ছিলো।

পুরোনো সংবাদ

রংপুর 5757983952292334595

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item